ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে আরেক মামলা

আগের সংবাদ

রুট পারমিটের তোয়াক্কা নেই রাজধানীর গণপরিবহনের

পরের সংবাদ

কুমিল্লায় পূজামণ্ডপ পরিদর্শনে ঢাবি শিক্ষক সমিতি

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

এম ফিরোজ মিয়া, কুমিল্লা থেকে : কুমিল্লায় ক্ষতিগ্রস্ত পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা। গত সোমবার তারা নগরীর নানুয়া দীঘির পাড় পূজামণ্ডপের স্থান পরিদর্শন করেন। এ সময় তারা বলেন, ধর্র্মের নামে যারা দুর্বৃত্তায়ন ঘটায়, তাদের রুখে দিতে হবে। আগামী ২৪ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এর প্রতিকার ও দোষীদের শাস্তি দাবি করে স্মারকলিপি দেয়া হবে বলেও তারা জানান। শিক্ষক নেতারা বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এখন সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। তাই আমরা এসব ঘটনার আর পুনরাবৃত্তি চাই না। হামলা-ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়ার জোর দাবি জানান তারা। এ সময় বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক ড. নিজামুল হক ভূঁইয়া, প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী, ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ড. আবদুর রহিম, শামসুন্নাহার হলের প্রভোস্ট লতিফা জামাল, সমিতির সদস্য ড. চন্দ্রনাথ পোদ্দার, ড. জিয়া রহমান ও গবেষক আহসানুল কবির। এ সময় উপস্থিত ছিলেন- ঢাবির অধ্যাপক সৌরভ শিকদার, অধ্যাপক ড. আবুল মনসুর আহম্মদ, অধ্যাপক ড. রোবায়েত ফেরদৌস, ড. শামিম রেজা, সহকারী প্রক্টর নাজিব হোসেন খান, ড. মো. মিজানুর রহমান, ড. কে এম সালাউদ্দীন, ড. মো. আকরাম হোসেন প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়