গুলিস্তানে বাস উল্টে ২ কাবাডি খেলোয়াড় আহত

আগের সংবাদ

মণ্ডপে হামলার নেপথ্যে কারা

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

গুণীজন সম্মাননা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : মাধবপুরে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসো ওদের পাশে দাঁড়ায়’ সংগঠনের উদ্যোগে পিজিও হেলথ সার্ভিসের উদ্বোধন ও গুণীজন সম্মাননা দেয়া হয়েছে। শুক্রবার বিকালে ফতেহগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সংগঠনের সহসভাপতি আজিজুল ইসলাম মিটুর সভাপতিত্বে ও শাহাদাত হোসেন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুউদ্দিন তালুকদার শামীম, ডা. হুমায়ুন কবির, ডা. আব্দুল মোতাকাব্বির, প্রফেসর এনামুল হক চৌধুরী সোহেল, শেখ আব্দাল মিয়া, খাদেম কে এম সুলতান শাহ, শিক্ষক হাবিবুর রহমান হাবিব প্রমুখ। অনুষ্ঠানে ৪০ জনকে সম্মাননা ক্রেস্ট
দেয়া হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠান

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : মুরাদনগর উপজেলার মোচাগড়া মডেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবন উদ্বোধন হয়েছে। শনিবার দুপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ডাক্তার হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ ইসমাইল, কলেজ প্রতিষ্ঠাতা শামীম মিয়া, ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন প্রমুখ।

আর্থিক সহায়তা

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি : ‘দশের লাঠি, একের বোঝা’ এ সেøাগানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ ভিত্তিক সংগঠন নারুয়া ইউনিয়ন সাহায্য সংস্থা এলাকার গরিব, অসহায়, দুস্থ ও গরিব রোগীদের পাশে দাঁড়িয়ে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের মৃত শামসুল মোল্যার স্ত্রী মনোয়ারা বেগমকে চিকিৎসা সহায়তা দিয়েছে। তার হাতে চিকিৎসা সহায়তার অর্থ তুলে দেন সংস্থার সদস্য ইব্রাহিম খলিল, আবু সাঈদ, তুহিন, শাহিন, রমিজ প্রমুখ। সংস্থার প্রতিষ্ঠাতা ও এডমিন সাঈফ হাসান বলেন, এলাকার বিত্তশালী লোকেরা যদি আমাদের এই মহৎ কাজে সাহায্য সহযোগিতা করে, তাহলে আমাদের কাজ আরো বেগবান হবে বলে আমি মনে করি।

বর্ধিত সভা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বাংলাদেশ কৃষক লীগ নন্দীগ্রাম উপজেলা শাখার বিশেষ বর্ধিত সভায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার নন্দীগ্রামে সৌদি হোটেল অডিটোরিয়ামে উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিকের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি ও রাজশাহী বিভাগের সমন্বয় কমিটির আহ্বায়ক আব্দুল লতিফ তারিন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের মৎস্য ও প্রাণিবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামছুদ্দিন আল আজাদ, বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশা, সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়