গুলিস্তানে বাস উল্টে ২ কাবাডি খেলোয়াড় আহত

আগের সংবাদ

মণ্ডপে হামলার নেপথ্যে কারা

পরের সংবাদ

নির্বাচনী প্রচারণাকালে মারা গেলেন ইউপি সদস্য প্রার্থী

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে নির্বাচনী প্রচারণার সময় মো. আলী (৫৫) নামে এক ইউপি সদস্য প্রার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামে এ ঘটনা ঘটে।
ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপে আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডেও মেম্বার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মো. আলী ।
স্থানীয়রা জানান, গতকাল শনিবার সকালে বাঐতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে গণসংযোগ করছিলেন ইউপি সদস্য প্রার্থী মো. আলী। কথা বলার একপর্যায়ে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে থাকা সমর্থকরা হাসপাতালে নেয়ার আগেই মারা যান তিনি। সিরাজগঞ্জ সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহীনুর রহমান বলেন, মো. আলীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট করেছি। তিনি দীর্ঘদিন ধরে অ্যাজমা ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন বলে জানা গেছে।
কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়