গুলিস্তানে বাস উল্টে ২ কাবাডি খেলোয়াড় আহত

আগের সংবাদ

মণ্ডপে হামলার নেপথ্যে কারা

পরের সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় : দেড় বছর পর সশরীরে ক্লাস শুরু আজ

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : করোনা সংক্রমণের হার কমে আসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বন্ধের ১৮ মাস পরে আজ রবিবার থেকে ক্লাস শুরু হবে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, রবিবার বেলা ১১টার দিকে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান শ্রেণিকক্ষ পরিদর্শন করবেন। যেসব শিক্ষার্থী অন্তত ১ ডোজ টিকা নিয়েছেন তারা স্বাস্থ্যবিধি মেনে ক্লাস কার্যক্রমে অংশ নিতে পারবেন। সেক্ষেত্রে তাদের ভ্যাকসিন কার্ড প্রদর্শন করতে হবে। এর আগে, গত ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো শিক্ষার্থীদের জন্য শর্তসাপেক্ষে খুলে দেয়া হয়।
উল্লেখ্য, বাংলাদেশে কোভিড-১৯-এর প্রাদুর্ভাবের পর গত বছরের ২০ মার্চ থেকে ঢাবির সবগুলো হল বন্ধ ছিল। এছাড়া মহামারির কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়