গুলিস্তানে বাস উল্টে ২ কাবাডি খেলোয়াড় আহত

আগের সংবাদ

মণ্ডপে হামলার নেপথ্যে কারা

পরের সংবাদ

জাহাঙ্গীর আলম : হিন্দু-মুসলমান নিয়ে মাতামাতি করা যাবে না

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

এম নজরুল ইসলাম, গাজীপুর থেকে : পূজামণ্ডপে কুরআন শরিফ অবমাননার অভিযোগ তুলে রাজপথে নেমে আসা লোকজনের উদ্দেশে গাজীপুর সিটি মেয়র এডভোকেট মো. জাহাঙ্গীর আলম বলেছেন, হিন্দু-মুসলমান নিয়ে মাতামাতি করা যাবে না। এ বিষয়ে সরকার কথা দিয়েছে, ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের ধরা হবে, বিচার করা হবে।
গত শুক্রবার দুপুরে জুমার নামাজের পর রাজপথে নেমে আসা উত্তেজিত মুসল্লিদের এসব কথা বলেই শান্ত করেন মেয়র জাহাঙ্গীর আলম। নগরের একটি মসজিদের সামনে সশরীরে উপস্থিত থেকে তিনি এভাবে শান্ত করলেন এবং আরো অনেক এলাকায় ব্যক্তিগতভাবে যোগাযোগ করে পরিস্থিতি সামাল দেন।
তিনি বলেন, এটা তদন্ত করা হচ্ছে। সরকার দায়িত্ব নিয়েছে। প্রধানমন্ত্রীসহ সরকারের সবাই বলছেন, যারা যারা অন্যায়ের সঙ্গে জড়িত সবার বিচার করা হবে।
তাহলে এখন যদি আপনারা রাস্তায় গিয়ে ভাঙচুর করেন, আগুন দেন তাহলে এসব কার জন্য ভালো হবে? আমরা এ দেশের ৯০ ভাগ মানুষ মুসলমান। যারা অন্যায় কাজ করেছে তাদের এ জন্য খেসারত দিতে হবে। আমরাও মুসলমান। কোনো প্রতিবাদ করতে হলে আমরাই করব এবং আমরাই আপনাদের সবাইকে ডাকব। ধর্মের জন্য আমাদেরও লাগে। আপনারা এভাবে মিছিল, ভাঙচুর না করে বাসায় চলে যান। বিচার না পেলে আমরা আপনাদেরকে প্রয়োজনে মাইকিং করে ডেকে আনব।
গত শুক্রবার দুপুরে জুমার নামাজের পর রাজপথে নেমে আসা উত্তেজিত মুসল্লিদের এসব কথা বলেই শান্ত করেন মেয়র জাহাঙ্গীর আলম। নগরের একটি মসজিদের সামনে সশরীরে উপস্থিত থেকে তিনি এভাবে শান্ত করলেন এবং আরো অনেক এলাকায় ব্যক্তিগতভাবে যোগাযোগ করে পরিস্থিতি সামাল দেন।
এই জাহাঙ্গীর আলম মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই গাজীপুর মহানগরের প্রায় আড়াই হাজার মসজিদের ইমাম-খতিবদের মাসিক সম্মানী ভাতা দিয়ে যাচ্ছেন। ইমাম-খতিবদের সঙ্গে সুসম্পর্কের কারণে খুব সহজেই বর্তমান ইস্যু নিয়ে নিয়ে উত্তেজনাকর অবস্থায় ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি সামাল দেয়া সম্ভব হয়েছে। তবে এরপরও শহরের বিভিন্ন স্থানে কুরআন অবমাননার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়