ধর্ষণের মামলা থেকে রক্ষা পেতে ছাত্রলীগ নেতার বিয়ে

আগের সংবাদ

বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী : খাদ্যের অপচয় কমাতে হবে

পরের সংবাদ

ভোটের লড়াইয়ে অনাগ্রহ নৌকার লড়াই সর্বত্র

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

আলি হায়দার, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) থেকে : নৌকার টিকেট পেলেই জয় সুনিশ্চিত এমন আশায় কুলিয়ারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দৌড়াচ্ছেন প্রার্থীরা। অনেকেই বলছেন লড়াই ভোটের মাঠে নয়, আসল লড়াই নৌকা প্রাপ্তি।
গত বৃহস্পতিবার তৃতীয় ধাপে ১ হাজার ৭টি ইউপি নির্বাচনের তফসিলে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৫টি ইউপিতে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কুলিয়ারচরের ৬টি ইউনিয়নের মধ্যে রামদী ইউনিয়ন নির্বাচন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠির প্রেক্ষিতে স্থগিত রাখা হয়েছে।
এসব ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে অর্ধশতাধিক প্রার্থী নৌকার টিকেট পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। প্রতিটি ইউনিয়নে সরকার দলীয় অর্ধ ডজন থেকে ডজনের বেশি প্রার্থীও দৌড়াচ্ছেন নৌকার টিকেট পেতে। অনেকে দৌড়ঝাঁপের পাশাপাশি শোডাউন ও বন্যার ফেস্টুনে নিজের শক্তি ও জনমত জানান দিচ্ছে। তবে এর সবকিছুই কেবল নৌকা পেতে, নৌকা না পেলে নির্বাচনে আগ্রহ নেই তেমন কারোরই।
এ যেন ভোটের নয়, সর্বত্র জমে উঠেছে নৌকার লড়াই। অপরদিকে বিএনপি নির্বাচন বর্জন করলেও দু’একটি ইউপিতে বিএনপি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতায় অবতীর্ণ হতে পারে। এতেও দ্বিধাদ্ব›েদ্ব রয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতারাও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে বাধা নেই বলে জানিয়েছেন। বিএনপি ছাড়া প্রধান বিরোধী দল জাতীয় পার্টি বা অন্য কোনো দলের প্রার্থিতা চোখে পড়েনি এখানে। তাই এখানে নৌকা পেলেই জয় নিশ্চিত, এমন প্রত্যাশা প্রায় সবার।
ইতোমধ্যে নৌকা পেতে স্থানীয় এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ সংশ্লিষ্ট নেতাকর্মী ও মন্ত্রণালয়ের পিছনে যার যার লবিং অনুযায়ী দৌড়ঝাঁপে ব্যস্ত প্রার্থীরা। উদ্দেশ্যে যে কোনো মূল্যে নৌকার টিকেট সংগ্রহ।
কুলিয়ারচর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, তৃতীয় ধাপে কুলিয়ারচরের ৬টির মধ্যে ৫টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব ইউপিতে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৪ নভেম্বর, প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর।
স্থগিত হওয়া রামদী ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আশা করি পরবর্তী ধাপে রামদী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। যতটুকু জেনেছি স্থানীয় সরকারের চিঠির প্রেক্ষিতে এই ইউনিয়নের নির্বাচন স্থগিত রাখা হয়েছে। তবে ঠিক কি কারণে স্থগিত রাখা হয়েছে এটি এখনো জানা যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়