ধর্ষণের মামলা থেকে রক্ষা পেতে ছাত্রলীগ নেতার বিয়ে

আগের সংবাদ

বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী : খাদ্যের অপচয় কমাতে হবে

পরের সংবাদ

গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন : কাল নির্ধারণ হবে এক লাখ ৩২ হাজার শিক্ষার্থীর ভাগ্য

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

রকি আহমেদ : প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ¯œাতক ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল রবিবার। আগামীকাল বিজ্ঞান বিভাগ অর্থাৎ এ ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য ১ লাখ ৩১ হাজার ৯০০ শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। ভাগ্য নির্ধারণী এ পরীক্ষার মাধ্যমে মনোনীত শিক্ষার্থীরাই ভর্তি হতে পারবে নিজেদের পছন্দের তথা স্বপ্নপূরণের বিশ্ববিদ্যালয়ে।
গুচ্ছের এ ইউনিটের এমন একজন পরীক্ষার্থী সাথী আক্তার। থাকেন পুরান ঢাকার ল²ীবাজারে। পরীক্ষার সিট পড়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। ভর্তি পরীক্ষার বিষয়ে তিনি বলেন, প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছি। পরীক্ষায় নিজের সেরাটা দিয়ে পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই। গুচ্ছের মধ্যে পছন্দের বিশ্ববিদ্যালয় কোনটি প্রশ্নে তিনি বলেন, প্রথম পছন্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর দ্বিতীয় পছন্দ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
পরীক্ষার বিষয়ে গুচ্ছ ভর্তিসংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোনাজ আহমেদ নূর ভোরের কাগজকে বলেন, আমাদের সকল উপাচার্যের সম্মিলিত চেষ্টায় এ পরীক্ষা হতে চলেছে। সেখানে মোট ১ লাখ ৩১ হাজার ৯০০ জনকে পরীক্ষার জন্য আমরা মনোনীত করেছি। সবেচেয়ে বেশি শিক্ষার্থী পরীক্ষা দিবে জগন্নাথ ও শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে। সুষ্ঠুভাবে যেন পরীক্ষা হয় তার সবরকম প্রস্তুতি আমরা নিয়েছি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার ও গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটভুক্ত ১০ হাজার ৯১৫ পরীক্ষার্থীর আসন নিশ্চিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভেতরে পরীক্ষা নেয়া হবে। করোনার জন্য স্বাস্থ্যবিধির বিষয়ে আমরা সর্বোচ্চ নজর রেখেছি। মূল ফটক থেকে শুরু করে প্রতিটি কক্ষে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার নিশ্চিত করা হবে। একটি বেঞ্চে একজন করে বসবে। এছাড়া পরীক্ষার্থীদের সিট খুঁজতে সহায়তার জন্য সকল ভবনের সামনে বিএনসিসিসহ অন্যান্য স্বেচ্ছাসেবক থাকবে।
পরীক্ষার দিন নিরাপত্তার বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, পরীক্ষার দিন যেন কোনো প্রকার ঝামেলার সৃষ্টি বা যানজট না হয় এজন্য আমরা

ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলেছি। আশপাশে যতগুলো থানা আছে আমাদের শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তার জন্য বলা হয়েছে। পরীক্ষা ঘিরে অপ্রীতিকর কিছু ঘটলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এদিকে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাতায়াত, থাকা-খাওয়া, অর্থ ব্যয়সহ বিভিন্ন দুর্ভোগ লাঘবে জন্য একসঙ্গে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেন দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। প্রথম থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি থেকে শিক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধা দেয়ার কথা বলা হয়। তবে ভর্তি পরীক্ষার জন্য প্রথমে ৫০০ টাকা থেকে ১০০ টাকা বাড়িয়ে ৬০০ টাকা করা, বিভাগ পরিবর্তন ইউনিট না থাকা, অনেক শিক্ষার্থী পরীক্ষার সুযোগ না পাওয়া, সর্বশেষ নিজ বিভাগীয় এলাকার বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পছন্দ দিলেও দূরের বিভাগে পরীক্ষা পড়ায় ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় শিক্ষার্থীদের। এ বিষয়ে তাদের একাধিকবার মানববন্ধন করতেও দেখা গেছে। তবে পছন্দের কেন্দ্রে সিট না পড়া শিক্ষর্থীদের সংখ্যা ৫% এর কম বলে দাবি করেছে ভর্তি পরীক্ষা আয়োজন কমিটি।
গুচ্ছে অংশগ্রহণকারী ২০ বিশ্ববিদ্যালয় হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়