ধর্ষণের মামলা থেকে রক্ষা পেতে ছাত্রলীগ নেতার বিয়ে

আগের সংবাদ

বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী : খাদ্যের অপচয় কমাতে হবে

পরের সংবাদ

খুলনায় পর্নো ভিডিও সরবরাহে গ্রেপ্তার ২

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

খুলনা প্রতিনিধি : খুলনার রূপসায় পর্নো ভিডিও সরবরাহের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ৬)। গতকাল শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব।
গ্রেপ্তাররা হলেন- রূপসা উপজেলার বাগামারা এলাকার মো. মজিবর শেখের ছেলে রবিউল ইসলাম শেখ ও একই এলাকার মো. আজমল হোসেনের ছেলে মহিদুল ইসলাম শেখ। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে বাগামারা এলাকার আব্দুর রব ও সিগমা মোড়ে মা টেলিকম থেকে মানুষের নিকট পর্নো ভিডিও সরবরাহ করা হচ্ছে। পরে র‌্যাব অভিযান চালিয়ে রবিউল ও মহিদুলকে গ্রেপ্তার করে।
র‌্যাব জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, দুটি কম্পিউটার, পাঁচটি মোবাইল, মেমোরি কার্ড ও সাতটি সিম উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে রূপসা থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়