করোনা পরিস্থিতি : শনাক্ত কমলেও প্রাণহানি কিছুটা বেড়েছে

আগের সংবাদ

আতঙ্কিত চট্টগ্রামের হিন্দু ধর্মাবলম্বীরা : বিভিন্ন স্থানে পূজামণ্ডপ ও মন্দিরে হামলা-ভাঙচুর

পরের সংবাদ

আবুল হায়াতের নতুন কাজ ‘অনাকাক্সিক্ষত’

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : টানা দুদিন বাংলাদেশ টেলিভিশনের প্রযোজনায় একটি খণ্ড নাটকের কাজ নিয়ে ব্যস্ত আছেন অভিনেতা আবুল হায়াত। বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেনের মূল ভাবনায় এবং ফজলুল করিমের রচনায় ‘অনাকাক্সিক্ষত’ শিরোনামের নাটকে অভিনয় করছেন তিনি। করোনা থেকে সুস্থ হবার পর আবুল হায়াত বেশ সচেতনভাবেই নাটকের কাজ করছেন। এ বিষয়ে আবুল হায়াত বলেন, ‘যেসব নাটকে কাজ করছি স্বাস্থ্যবিধি মেনেই কাজ করার চেষ্টা করা হয়ে থাকে। তাছাড়া বিটিভি সরকারি একটি প্রতিষ্ঠান। যথেষ্ট সতর্কতার সঙ্গেই সেখানে সব নিয়ম কানুন মেনে শুটিং হয়। অনাকাক্সিক্ষত নাটকটির গল্প পারিবারিক গল্প। আমার কাছে গল্পটা ভালোলেগেছে।’ উল্লেখ্য, নাগরিক নাট্যসম্প্রদায়ের হয়ে মঞ্চে তার অভিনীত প্রথম নাটক ‘বুড়ো শালিকের ঘারে রোঁ’। টিভিতে তার অভিনীত প্রথম নাটক ছিলো ‘ইডিপাস’। মঞ্চে তার নির্দেশিত প্রথম নাটক ‘আগন্তুক’ এবং টিভিতে ‘হারজিৎ’। প্রথম অভিনীত সিনেমা ঋত্বিক কুমার ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়