করোনা পরিস্থিতি : শনাক্ত কমলেও প্রাণহানি কিছুটা বেড়েছে

আগের সংবাদ

আতঙ্কিত চট্টগ্রামের হিন্দু ধর্মাবলম্বীরা : বিভিন্ন স্থানে পূজামণ্ডপ ও মন্দিরে হামলা-ভাঙচুর

পরের সংবাদ

আবারো রিমান্ডে প্রতারক আব্দুল কাদের

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয়দানকারী প্রতারক আব্দুল কাদেরকে ফের তিন দিনের রিমান্ডে নিতে আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল চার দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে পুলিশ।
এরপর তেজগাঁও শিল্পাঞ্চল থানার প্রতারণার মামলায় তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা। তবে আসামিপক্ষের আইনজীবী তা বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক জামিন নাকচ করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ৭ অক্টোবর শেখ আলী আকবর তিনজনের বিরুদ্ধে প্রতারণার মামলাটি দায়ের করেন। মামলায় ২৩ লাখ ৪০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করেন তিনি। মামলার অপর আসামিরা হলেন- আব্দুল কাদেরের স্ত্রী সততা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান ছোয়া এবং ম্যানেজার শহিদুল ইসলাম।
মামলা দায়েরের পরদিন আব্দুল কাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর চারদিনের রিমান্ডে নেয়া হয় তাকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়