করোনা আপডেট : মৃত্যু বেড়েছে শনাক্ত কমছে

আগের সংবাদ

নৌকা বেহাত, আছে বিদ্রোহীও

পরের সংবাদ

শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘উথাল তরঙ্গ’

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদন : জনপ্রিয় নাট্য নির্মাতা অসীম গোমেজ বিরতির পর আবারো ধারাবাহিক নিয়ে ফিরেছেন। তার পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘উথাল তরঙ্গ’ আজ ১১ অক্টোবর থেকে প্রতি সোম, মঙ্গল ও বুধবার রাত ১০টা ৩০ মিনিটে একুশে টিভিতে প্রচার শুরু হবে। হাবিব জাকারিয়া উল্লাসের রচনায় নাটকটির কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান ও গোলাম ফরিদা ছন্দা। মূলত এই অঞ্চলে জমিদারী শাসনের শেষ দিকের গল্প নিয়ে নাটকটি তৈরি হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে তারিক আনাম খান বলেন, ‘নাটকটির গল্প সুন্দর। আশা করছি এটি দর্শকের ভালো লাগবে।’ ছন্দা বলেন, গল্প প্রধান নাটকটিতে অভিনয় করে প্রশান্তি পেয়েছি। দর্শকও আগ্রহ নিয়েই দেখবে এটি। এটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ডলি জহুর, ইলোরা গহর, মৌটুসী বিশ্বাস, সানজিদা প্রীতি প্রমুখ। অন্যদিকে এক যুগেরও বেশি সময় ধরে নাটক নির্মাণ করছেন অসীম গোমেজ। এর আগে ‘নীল’ নামের একটি ধারাবাহিক নাটক পরিচালনা করে প্রশংসিত হন এই নির্মাতা। এরপর থেকে নিয়মিতই এগিয়ে যেতে থাকে তার নাটক নির্মাণ কাজ। করোনাকালে তিনি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। মো. ফারাবী খানের মূল ভাবনায় এটির গল্পও তৈরি করেন পরিচালক। মূলত একটি পরিবারের করোনা আক্রান্ত হওয়ার গল্প নিয়েই ছবিটির গল্প তৈরি হয়েছে। এটি সম্প্রতি ভারতের বিহারে অনুষ্ঠিত নাওয়াদা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘দ্বিতীয় পুরস্কার অর্জন করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়