ঢাকা সেনানিবাসে এনআইডি বিতরণ কার্যক্রম উদ্বোধন

আগের সংবাদ

যশোর বোর্ডের হিসাব থেকে আড়াই কোটি টাকা উত্তোলন : জালিয়াতির অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

পরের সংবাদ

পাবনা : ভারতীয় সহকারী হাইকমিশনারের বস্ত্র বিতরণ

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

পাবনা প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পাবনায় শতাধিক সনাতন ধর্মের অসহায় দুস্থদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছে রোটারি ক্লাব অব পাবনা। গতকাল শুক্রবার দুপুরে শহরের শ্রীশ্রী জয়কালী বাড়ি মন্দির প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এসব বস্ত্র বিতরণ করেন রাজশাহীর ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাট্টি। এ সময় সহকারী হাইকমিশনার বলেন, বাঙালির অটুট বন্ধনের সেতু দুর্গোৎসব। এই উৎসবে নতুন বস্ত্র পরিধান করে মন্দিরে মায়ের চরণে অঞ্জলি প্রদান করা একটি ধর্মীয় অনুষ্ঠানের অঙ্গ। তিনি আরো বলেন, রাজশাহীতে যোগদানের পরে সবচেয়ে বেশি আমি পাবনাতে এসেছি। ফলে পাবনার প্রতি একটা গভীর টান রয়েছে আমার। মন্দিরের সব দায়িত্ব নিজেদের পালন করা এবং পূজারিদের পূজার সময়ে সবাইকেই মন্দিরে থাকার আহ্বান জানান তিনি। রোটারি ক্লাব অব পাবনার সভাপতি রোটারিয়ান শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক বিনয় জ্যোতি কুণ্ডু, রোটারিয়ান এ এইচ এম রেজাউন জুয়েল, রোটারিয়ান ডা. তন্ময় কুমার বিশ্বাস, প্রবীর কুমার সাহা, রোটারিয়ান প্রভাস চন্দ্র ভদ্রসহ অনেকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়