বিজিএমইএ সভাপতি : বন্ধ মিল চালু হলে ফেব্রিক্সের চাহিদা মেটানো সম্ভব

আগের সংবাদ

খাদ্য নিরাপত্তাই প্রধান চ্যালেঞ্জ : সরকারি হিসাব মতে, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, তবুও চালসহ খাদ্যপণ্য আমদানি করতে হয়

পরের সংবাদ

পেশাজীবীদের সঙ্গে বিএনপির বৈঠক শুক্র-শনিবার

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : দলের নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে ধারাবাহিকভাবে দুই পর্বে ছয়দিনের বৈঠকের পর এবার পেশাজীবী সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার এ সভা অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার ভোরের কাগজকে এই তথ্য জানিয়েছেন দলটির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির জানান, আজ শুক্রবার ও আগামীকাল শনিবার মতবিনিময় অনুষ্ঠান হবে। গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বিকাল সাড়ে ৩টা থেকে সভা শুরু হবে। টানা দুদিন সভা চলবে। দুদিনে বিএনপিপন্থি অন্তত ২৫টি পেশাজীবী সংগঠনের নেতা, প্রতিনিধিরা মতবিনিময়ে অংশ নেবেন।
সূত্র জানায়, প্রথম দফায় ১৪-১৬ ও দ্বিতীয় দফায় ২১-২৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবার সমাজের নানা পেশার ব্যক্তিদের সঙ্গে আলাপ করে সেক্টরভিত্তিক পরিস্থিতিতে সবার মতামত শুনবেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়