যুক্তরাষ্ট্রে অগ্নিকাণ্ডে এক বাংলাদেশি কিশোরীর মৃত্যু

আগের সংবাদ

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা : সিরাজগঞ্জ-৬ আসনে মেরিনা ১০ পৌরসভায়ও প্রার্থী চূড়ান্ত

পরের সংবাদ

৮ বছর বয়সে জ্যোতির্বিজ্ঞানী

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : নিকোল অলিভিয়েরা যখন সবে হাঁটতে শিখেছে, তখন থেকেই আকাশের দিকে হাত তুলে নক্ষত্র ছুঁতে চাইত। এখন মাত্র আট বছর বয়সেই ব্রাজিলের এই শিশু বিশ্বের সর্বকনিষ্ঠ জ্যোতির্বিজ্ঞানী হিসেবে পরিচিত হয়ে উঠেছে। নিকোল অলিভিয়েরা নাসা-সংশ্লিষ্ট গ্রহাণু অনুসন্ধানের কর্মসূচির সঙ্গে যুক্ত। এছাড়া দেশের শীর্ষ জ্যোতির্বিদ ও বিজ্ঞানীদের সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন সেমিনার ও সভায় অংশগ্রহণ করে থাকে অলিভিয়েরা। তাকে অনেকেই আদর করে নিকোলিনা বলে ডাকে। তার ঘর সৌরজগতের নানা পোস্টারে ভরা। সেখানে তার কম্পিউটারের সঙ্গে যুক্ত দুটি বড় স্ক্রিনে আকাশের বিভিন্ন ছবি দেখে গ্রহাণু শনাক্ত করে সে। নাসার এ প্রকল্পের নাম ‘অ্যাস্টেরয়েড হান্টার্স’। এ প্রকল্পের মাধ্যমে শিশু-কিশোরদের গ্রহাণু শনাক্তের সুযোগ দেয়া হয়। ব্রাজিলের বিজ্ঞান মন্ত্রণালয়ের সঙ্গে নাসা–সংশ্লিষ্ট সিটিজেন সায়েন্স কর্মসূচি ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল রিসার্চ কোলাবোরেশন এ প্রকল্প পরিচালনা করছে। অলিভিয়েরা দাবি করেছে, সে এরই মধ্যে ১৮টি গ্রহাণু আবিষ্কার করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়