তরুণীরাই মূল টার্গেট : একটি চক্রের হাতে ২ হাজার নারীর অ্যাকাউন্ট হ্যাক

আগের সংবাদ

সিসিটিভির আওতায় আসছে রাজধানী : এ মাসেই হতে পারে আনুষ্ঠানিক উদ্বোধন

পরের সংবাদ

পার্বতীপুরে সংবাদ সম্মেলন : কয়লা উত্তোলনে ২শ পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবি

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : বড়পুকুরিয়া কয়লাখনি হতে কয়লা উত্তোলনের ফলে নতুন করে ক্ষতিগ্রস্ত বাঁশপুকুর ও বৈদ্যনাথপুর গ্রামের প্রায় দুইশ পরিবারকে আগামী ১০ অক্টোবরের মধ্যে জমি অধিগ্রহণের অর্থ দেয়ার জন্য আল্টিমেটাম দিয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় পার্বতীপুর উপজেলা প্রেস ক্লাবে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের ডাকা এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটামের ঘোষণা দেন তারা। জীবন ও সম্পদ রক্ষা কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, কয়লাখনি কর্তৃপক্ষ এ সময়ের মধ্যে দাবি মেনে না নিলে আগামী ২০ অক্টোবরের মধ্যে আন্দোলনের বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইব্রাহিম খলিল, রুহুল আমীন, রেজওয়ানুল হক, আবু মুসা, মঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক বোরহান আলী প্রমুখ। উপদেষ্টা ইব্রাহিম খলিল বলেন, কয়লা উত্তোলন অব্যাহত থাকার ফলে নতুন করে খনি এলাকার বাঁশপুকুর ও বৈদ্যনাথপুর গ্রামের ১৫ দশমিক ৫৮ একর জমি অবনমন ঘটেছে। এতে করে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকার দুশ পরিবার। এর প্রভাবে ওই এলাকার বাড়িঘরে ফাটল ধরেছে, কুয়া, টিউবওয়েল ও পুকুরের পানি প্রতিনিয়তই ভূগর্ভে নেমে যাচ্ছে। এতে কোনোভাবেই এ দুই গ্রামে বসবাস করা সম্ভব হচ্ছে না। ইতোমধ্যে, ভূমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসনের সহযোগিতায় খনি কর্তৃপক্ষ ২০২০ সালের ১ মার্চ ৪ ধারায় ও ২৩ জুন ৭ ধারায় ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের জমি অধিগ্রহণের নোটিস দেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও ভূমি অধিগ্রহণ সম্পন্ন করা হয়নি। এ বিষয়ে বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, ক্ষতিগ্রস্ত দুই গ্রামের জমি অধিগ্রহণের প্রাক্কলন চূড়ান্ত করেছে জেলা প্রশাসন। এজন্য প্রয়োজনীয় অর্থ প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসনের চাহিদাপত্র পেলে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে দ্রুত ক্ষতিপূরণ দেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়