তেজগাঁওয়ে বাসায় রহস্যজনক বিস্ফোরণে দুই শিক্ষার্থী দগ্ধ

আগের সংবাদ

১৫ সদস্যের দলে আট নতুন মুখ : আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ মিশনে টাইগাররা

পরের সংবাদ

জমে উঠেছে প্যারিস ফ্যাশন উইক

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

করোনার কারণে গতবার প্যারিস ফ্যাশন উইক ডিজিটালি হয়েছিল। করোনার প্রকোপ কমতেই এবার অনুষ্ঠিত হচ্ছে বৈচিত্র্যপূর্ণ সব ভেন্যুতে।
এবারের ফ্যাশন শোয়ের থিম ছিল রেডি টু ওয়্যার পোশাক। আইফেল টাওয়ারের সামনে ফ্যারিসের বিখ্যাত ডিজাইনার ইভ সাঁ লোরঁ-র স্কিনটাইট বডিশ্যুট পরে কিউতে অংশ নেন মডেলরা। পাশাপাশি এবার শুরুতে আফ্রিকার চিরাচরিত পোশাক নিয়ে কিউ হয়। নাইজেরীয়-অস্ট্রিয়ান ডিজাইনার কেনেথ ইজের ডিজাইন করা এসব পোশাকে চিরাচরিত আফ্রিকান রঙিন পোশাককেই ফুটে ওঠে। বিখ্যাত ফরাসি ফ্যাশন ডিজাইনার ডিয়-র প্রেজেন্টেশনে ছিল নানা রংয়ের মেলা। তদের পোশাকেও ছিল অভিনবত্ব। আরেক বিখ্যাত ফরাসি ডিজাইনার বালমাঁ-র শো-তে ছিল তারকা সমাবেশ। নোয়ামি ক্যাম্পবেল, কার্লা ব্রুনি-সারকোজি সহ একাধিক তারকা ছিলেন তাদের শো-তে। উল্লেখ্য, করোনাকালের ফ্যাশন উইকে সর্বোচ্চ সতর্কতা মেনে আগামী ৫ অক্টোবর পর্যন্ত চলবে এই শো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়