হাসেম ফুডে অগ্নিকাণ্ড : ৩ মাস পর দগ্ধ ছেলের মরদেহ পেলেন বাবা

আগের সংবাদ

রোহিঙ্গাদের অস্ত্র-অর্থের উৎস কী

পরের সংবাদ

দক্ষিণের ‘হটলাইন’ চালু করতে আগ্রহী উত্তর কোরিয়া

প্রকাশিত: অক্টোবর ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : দক্ষিণ কোরিয়ার সঙ্গে যোগাযোগের জন্য ‘হটলাইন’ আবার চালুর আগ্রহ প্রকাশ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। বিবিসি জানায়, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার প্রতিবাদে এ বছর আগস্টে ‘হটলাইন’ বিচ্ছিন্ন করে দিয়েছিল উত্তর কোরিয়া। এখন আবার হটলাইন চালু করতে ইচ্ছুক বলে উত্তর কোরিয়ার বার্ষিক পার্লামেন্ট সেশনে জানিয়েছেন নেতা কিম জং-উন। উত্তর কোরিয়ার প্রতি বৈরী নীতি না বদলিয়েই উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনার প্রস্তাব দিচ্ছে বলেও অভিযোগ করেন কিম। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পৃক্ততার কথা বলছে, কিন্তু তাদের এসব কথা আন্তর্জাতিক সম্প্রদায়কে ধোঁকা দেয়া ছাড়া আর কিছুই নয়। এসব কথা বলে যুক্তরাষ্ট্র তার বৈরী কর্মকাণ্ড আড়াল করার চেষ্টা করছে। উত্তর কোরিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়, দুই কোরিয়ার মধ্যে যোগাযোগের হটলাইন অক্টোবরের শুরুর দিকেই নতুন করে চালু করতে চান কিম জং-উন। তবে তিনি আরো বলেন, বিষয়টি নির্ভর করছে ‘দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষের মনোভাবের ওপর’ এবং দুই দেশের মধ্যকার সম্পর্কোন্নয়ন শুরু হবে, নাকি ‘বর্তমান অবনতিশীল পরিস্থিতি’ বজায় থাকবে তার ওপর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়