বঙ্গবন্ধুর উজ্জ্বল উত্তরাধিকার

আগের সংবাদ

বেপরোয়া চোরাচালান চক্র : স্থল, নৌ ও আকাশপথে আসছে হরেক চোরাই পণ্য, বাংলাদেশ থেকে অনেক পণ্য পাচারও হচ্ছে

পরের সংবাদ

উগ্রবাদী বক্তব্য প্রচার : ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার মুফতি ইব্রাহীম

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে বিভিন্ন উগ্রবাদী বক্তব্য, বিভ্রান্তিমূলক তথ্য এবং করোনা ভাইরাসের অবৈজ্ঞানিক সূত্র প্রচার করার অভিযোগে আটক মুফতি কাজী ইব্রাহীমকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ফারুক হোসেন ভোরের কাগজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, উগ্রবাদী ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আটক মুফতি এর আগে ফতোয়া দিয়ে বলেছিলেন, করোনা ভাইরাসের টিকা নিলে নারীর মুখে দাড়ি গজাবে; পুরুষের কণ্ঠস্বর বদলে নারীদের মতো হয়ে যাবে!
এর আগে গত সোমবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে মুফতি ইব্রাহীমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডিবির সাইবার এন্ড স্পেশাল ক্রাইম ইউনিটের একটি দল। এ সময় তিনি নিজের ফেসবুক পেজে লাইভে এসে উচ্চকণ্ঠে বলতে থাকেন ‘গুন্ডা’ ও ‘র’-এর (ভারতীয় গোয়েন্দা সংস্থা) এজেন্টরা তার বাড়ি ঘিরে ফেলেছে। পরে তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। গতকাল দুপুরে ডিবির পক্ষ থেকে বলা হয়, বিভিন্ন সময়ে আপত্তিকর বক্তব্য এবং বাংলাদেশের মানুষকে ভারতের দালাল ও র-এর এজেন্ট বলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ বিষয়ে গতকাল দুপুরে ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মো. হারুন-অর-রশীদ বলেন, মুফতি কাজী ইব্রাহিম করোনা নিয়ে মিথ্যা তথ্য প্রচার করেছেন। করোনা ভাইরাসের টিকা নিয়ে তার বিভিন্ন বক্তব্য ভাইরাল হয়। তিনি ফেসবুক, ইউটিউবসহ তার ওয়াজে উল্টাপাল্টা কথা বলে আসছেন। সোমবার রাতেও ফেসবুক লাইভে তিনি বাংলাদেশের মানুষকে ভারতের দালাল ও র-এর এজেন্ট বলে প্রচার করেছেন। আটকের আগমুহূর্তে ফেসবুক লাইভে ইব্রাহীম বলেন, দেশের সরকার ও জনগণের কল্যাণে, দেশের স্বাধীনতার জন্য গত দুই জুমার নামাজে খুতবা দিয়েছিলেন তিনি। এরপর থেকে হিন্দুস্তানি রাজাকার ও তাদের এজেন্টরা তার পেছনে লেগেছে। লাইভে মুফতি ইব্রাহীম বঙ্গবন্ধুর মতো স্লোগান দিয়ে বলেন, এবারের সংগ্রাম দেশকে স্বাধীন করার সংগ্রাম, এবারের সংগ্রাম দেশকে হিন্দুস্তানি রাজাকারমুক্ত করার সংগ্রাম।
উল্লেখ্য, স¤প্রতি জুম্মার নামাজের খুতবা, ওয়াজ মাহফিল, ইউটিউব চ্যানেল, ফেসবুক আইডি ও পেজে নানা ধরনের বক্তব্য, তত্ত্ব ও সূত্র দিয়ে আলোচিত-সমালোচিত হন বিতর্কিত ধর্মীয় বক্তা মুফতি কাজী ইব্রাহীম। তার বক্তব্যের অনেক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কাজী ইব্রাহীমের সমালোচিত মতবাদের মধ্যে একটি হলো ‘করোনা ভাইরাসের টিকা দেয়ার কারণে নারীর দাড়ি গজাচ্ছে, পুরুষের কণ্ঠ পাল্টে নারীকণ্ঠ হচ্ছে।’ ব্রাজিলের প্রেসিডেন্টের বরাত দিয়ে এ বক্তব্য দিয়ে তিনি বলেন, করোনা ভ্যাকসিন নিয়েও বিতর্ক আছে। তিনি তার বক্তব্যের পক্ষে যুক্তি দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যও টেনে আনেন।
মুফতি কাজী ইব্রাহিম আরেক বক্তৃতায় করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের গাণিতিক ‘সূত্র’ও দিয়েছিলেন। এক প্রবাসী ‘স্বপ্নে’ ওই সূত্র পেয়েছেন। সে প্রবাসীই তাকে বিষয়টি বলেছেন বলে জানান তিনি। এভাবে কাজী ইব্রাহীম জুমার খুতবায় বিভিন্ন সময় করোনার চিকিৎসা, করোনায় মুসলিমরা আক্রান্ত হবে না, পৃথিবীর সৃষ্টি ও ভৌগোলিক বিভিন্ন বিষয় মতবাদ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়