রাশেদ খান মেনন : ধর্মান্ধতা বন্ধ না হলে দেশ হবে আফগানিস্তান

আগের সংবাদ

বিলসের গবেষণা প্রতিবেদন : আত্মহত্যার প্রবণতায় ভুগছেন অধিকাংশ বিদেশফেরত নারী

পরের সংবাদ

৩ মহাদেশে একসঙ্গে ‘মিশন এক্সট্রিম’

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : আগামী ৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘মিশন এক্সট্রিম’। তবে বাংলাদেশে নয়, বিশ্বের ১৪টি দেশে মুক্তি পাচ্ছে সিনেমাটি। বাংলাদেশের পাশাপাশি একই দিনে সিনেমাটি মুক্তি পাবে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ডের মতো দেশে। ফলে একই দিনে এশিয়া, আমেরিকা ও অস্ট্রেলিয়া- তিন মহাদেশের মানুষ সিনেমাটি দেখতে পারবে। এমনটাই জানিয়েছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন। প্রতিষ্ঠানটি থেকে আরও জানানো হয়, অস্ট্রেলিয়ার সিডনি, ক্যানভেরা, পার্থ, মেলবোর্নসহ আরও বেশ কয়েকটি শহরে সিনেমাটি প্রদর্শিত হবে। সে সঙ্গে রয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ডও। ‘মিশন এক্সট্রিম’র কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরিফিন শুভ। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমীত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ জাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, রাশেদ খান অপু প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়