রাশেদ খান মেনন : ধর্মান্ধতা বন্ধ না হলে দেশ হবে আফগানিস্তান

আগের সংবাদ

বিলসের গবেষণা প্রতিবেদন : আত্মহত্যার প্রবণতায় ভুগছেন অধিকাংশ বিদেশফেরত নারী

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

পরিচালকের আসনে অনির্বাণ
আস্তে আস্তে নিজের পরিধি বাড়াচ্ছেন অনির্বাণ ভট্টাচার্য। অভিনেতার গণ্ডি থেকে গায়ক হয়ে এবার পরিচালক। ইতোমধ্যেই ম্যাকবেথ থেকে ‘মন্দার’ শিরোনামের একটা ওয়েব সিরিজ তৈরি করছেন অনির্বাণ। আগে এই সিরিজের শুধু ক্রিয়েটিভ হেড ছিলেন অনির্বাণ। তারপর পরিচালনার কাজে হাত দেন। এবার ফের পরিচালকের টুপি পরলেন তিনি। পরিচালনা করবেন স্বপনকুমার অবলম্বনে নতুন সিরিজ। স্বপনকুমার বাংলা সাহিত্যে এক অদ্ভুত চরিত্র। সেই বইয়ের সিরিজকে অবলম্বন করেই অনির্বাণ বানাবেন ‘বটতলার গোয়েন্দা’।

মদন মিত্রের চরিত্রে শাশ্বত
কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে বাংলায় মদন মিত্রের বায়োপিক হতে চলেছে। একটা নয়, দু-দুটো বায়োপিক! একটার পরিচালক রাজর্ষি দে এবং আর একটার রাজা চন্দ। এই দুটো ছবির আরো একটা কমন ফ্যাক্টর রয়েছে। দুজনের ছবিতেই নাকি মদন মিত্রের চরিত্রে ভাবা হচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায়কে। এই বিষয়ে শাশ্বত বলেন, ‘হ্যাঁ, এটা সত্যি যে মদনদার চরিত্রে আমাকে ভাবা হচ্ছে। আমার কাছে প্রস্তাবও এসেছে। কিন্তু এরকম একটি চরিত্র যদি করি, তা হলে আমি সময় নিয়ে, প্রপার হোমওয়ার্ক করে করতে চাই। মদনদা তো খুবই রঙিন একটি চরিত্র, আর ছবিতে তার জীবনের সবদিকই ধরা হবে।’

দীঘি নয়, বনির নায়িকা শালুক
‘মানব দানব’ শিরোনামের একটি সিনেমায় কাজ করতে ঢাকায় আসছেন কলকাতার বনি সেনগুপ্ত। শোনা যাচ্ছে, ছবিটিতে বনির নায়িকা হবেন বাংলাদেশের প্রার্থনা ফারদিন দীঘি। তবে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া থেকে জানানো হয়- দীঘি নয়, বনির নায়িকা হিসেবে থাকছেন নবাগতা শালুক। দেশের সিনেমায় এখন নায়িকা সংকট বলেই নতুন নায়িকাকে ব্রেক দিচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। জানা গেছে, সিনেমাটি পরিচালনার দায়িত্বে থাকবেন বজলুর রাশেদ চৌধুরী। ১৬ অক্টোবর কলকাতা থেকে ঢাকায় আসবেন বনি। পরের দিন অর্থাৎ আগামী ১৭ অক্টোবর চাঁদপুরে শুটিংয়ে অংশ নেবেন তিনি। হ বিনোদন ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়