চিকিৎসকের অবহেলা : জুডো খেলোয়াড় প্রিয়াংকার মৃত্যু

আগের সংবাদ

সুদিন ফিরছে সোনালি আঁশের

পরের সংবাদ

চকচকে ভেজা সাজ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

সামার লুকে এটাই এখন ট্রেন্ডি। চকচকে ভেজা আর উজ্জ্বল ংস্নিগ্ধ ত্বক পেতে সৌন্দর্যপ্রেমীরা প্রায় সবকিছুই করতে চায়। লক্ষ্য থাকে নিত্যনতুন ট্রেন্ডের দিকে। বিশেষত সুপারমডেল ও মেকআপ আর্টিস্টের চর্র্চিত কৌশলের প্রতি আগ্রহ দেখা যায়। এখন বিভিন্ন বিউটি ব্লগজুড়ে চলছে চকচকে উজ্জ্বল ত্বকের ট্রেন্ড, যার প্রেরণা এসেছে ডলফিন থেকে। এর নামকরণ হয়েছে ‘আইকনিক লন্ডন’র অ্যাম্বাসেডর মেকআপ আর্টিস্ট মেরি ফিলিপসের নামে। যিনি এই ট্রেন্ডের জন্ম দিয়েছিলেন। ডলফিন স্কিন বুঝতে একটু কল্পনার আশ্রয় নিতে হবে। যেমন জলে ডুব দেওয়ার পর মুখটা চকচকে, সানকিসড ও কিছুটা পিচ্ছিল হয়ে থাকা। অনেকটা গøাস স্কিনের মতোই— সুপার রেডিয়েন্ট, মসৃণ, লুমিনাস। এমন ত্বক পাওয়াটা স্কিন কেয়ার রুটিনের ওপর নির্ভরশীল। তবে কৌশলে হাইলাইটার ব্যবহার করেও এমনটি পাওয়া সম্ভব। কিছুটা ওয়েট লুক বলে এটি দিতে পারে নিখুঁত সামার ভাইব। কেননা এ সময় ঘাম এড়ানো প্রায় অসম্ভব। তবে, ব্রণ-প্রবণ ত্বক সত্যিকার অর্থে কখনো গøাসস্কিন লেভেলে পৌঁছাতে পারে না। তাই বলে ডলফিন স্কিন নিরীক্ষায় কেউ পিছপা হতে রাজি নয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়