টঙ্গীতে ট্রেন লাইনচ্যুত, সাত ঘণ্টা পরে স্বাভাবিক

আগের সংবাদ

নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভ : পুলিশের টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ

পরের সংবাদ

৫ বছর পর সিনেমার গানে হাবিব

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশি গানের ভুবনে হাবিব ওয়াহিদের রাজকীয় অভিষেক ঘটে ‘হৃদয়ের কথা’ সিনেমা দিয়ে। রিয়াজ-পূর্ণিমা জুটির সুপারহিট সেই সিনেমাটি নির্মাণ করেছিলেন এস এ হক অলিক। প্রায় ৫ বছর পর আবারো সিনেমার গানে ফিরলেন হাবিব। সেই অলিকের সিনেমা দিয়েই। সরকারি অনুদানে নির্মিতব্য ‘গলুই’ সিনেমার জন্য গান তৈরি করেছেন তিনি। ‘গলুই যেমন নদীর বুকে/ জলের পথ আঁকে/ তেমনি আমি পাশে রবো/ তোমার প্রেমের ডাকে’- এমন কথায় গানটি লিখেছেন সোহেল আরমান। এতে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ ও জারিন। সুর সংগীতও সামলেছেন হাবিব নিজে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবন উপজীব্য করে নির্মিত হচ্ছে এটি। ২০২০-২১ মেয়াদে সরকারি অনুদানের এ সিনেমার নির্বাহী প্রযোজক খোরশেদ আলম খসরু। এতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করবেন নায়ক শাকিব খান ও পূজা চেরী। আজ থেকে টাঙ্গাইলে যমুনার চরে শুরু হয়েছে ছবিটির শুটিং। যদিও পরিচালক এর আগে ২০ সেপ্টেম্বর ‘গলুই’ এর শুটিং শুরুর কথা জানিয়েছিলেন। কিন্তু প্রস্তুতির জন্য তারিখ পেছানো হয়েছে বলে জানান তিনি। পরিচালক জানান, নৌকার সঙ্গে জীবন, জীবনের সঙ্গে সম্পর্ক, পরিবার, রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা মিলিয়ে একটা জীবন ধারা। এর মধ্যে রয়েছে প্রেম, টানাপড়েন, বন্ধন। পুরো সিনেমায় থাকবে এটাই। সেজন্যই ছবির নাম ‘গলুই’।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়