টঙ্গীতে ট্রেন লাইনচ্যুত, সাত ঘণ্টা পরে স্বাভাবিক

আগের সংবাদ

নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভ : পুলিশের টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ

পরের সংবাদ

নাদিয়ার ‘নতুন আলোয়’

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : গৃহকর্মী নয়, গৃহে নিয়োজিত শিশুর আছে অধিকার। তারা হতে চায় না নির্যাতনের শিকার। এমনই একটি বার্তা সমাজের সকলের কাছে পৌঁছে দিতে চান অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ। স¤প্রতি ‘নতুন আলোয়’ শিরোনামে একটি নাটকে শিশু অধিকারের পক্ষে এনজিও কর্মী হিসেবে অভিনয় করেছেন তিনি। রাজধানীর মোহাম্মদপুর বোটঘাট বস্তি, মোহাম্মাদিয়া হাউজিং লিমিটেডে এএসডির ড্রপ ইন সেন্টার ও ডেভেলপমেন্ট অব চিলড্রেন অ্যাট হাই রিস্ক প্রজেক্টের অফিস এবং উত্তরায় নাটকটির দৃশ্যধারণের কাজ হয়েছে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই নাটকে তানিয়া চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া আহমেদ এবং আরিফার চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী লামিয়া আক্তার। অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি) প্রযোজিত এই নাটকটি নির্মাণ করেছে কেবিন সউল। মো. ইসহাক ফারুকীর রচনা ও পরিচালনায় ‘নতুন আলোয়’ নাটকটিতে আরো অভিনয় করেছেন অপু আহমেদ, তন্ময় সোহেল, দোলন দে, রিয়াজ রাজ, রোকসানা আক্তার পপি এবং এএসডির সুবিধাভোগী ৩০ জন শিশু। নাটকটির জন্য ‘গৃহকর্মী নয়, গৃহে নিয়োজিত শিশু’ বিষয়ক একটি গান লিখেছেন পরিচালক নিজে। সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ রিফাত কবীর। গান গেয়েছেন সাদমান সাকিব প্রান্ত ও মাইশা আহসান মম। আগামী ৪ অক্টোবর বিশ্ব শিশু দিবস উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়