ডিএমপির চার থানার ওসি বদলি

আগের সংবাদ

ফল চাষে সাফল্যের চমক

পরের সংবাদ

ক্লাব পরিচিতি : ব্রেন্টফোর্ড এফ সি

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ব্রেন্টফোর্ড ফুটবল ক্লাব ইংল্যান্ডের একটি পেশাদার ফুটবল ক্লাব। ওয়েস্ট লন্ডনের ব্রেন্টফোর্ড শহরের নাম অনুসারে ক্লাবটির নামকরণ করা হয়েছে ব্রেন্টফোর্ড এফ সি। ক্লাবটি প্রতিষ্ঠিত হয় ১৮৮৯ সালে। সমর্থকদের কাছে ব্রেন্টফে দি বিস নামে পরিচিত। যার বাংলা অর্থ হলো মৌমাছি। ২০২০-২১ মৌসুমে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ প্রতিযোগিতা চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে জায়গা করে নিয়েছে ব্রেন্টফোর্ট। এর মাধ্যমে ১৯৪৬-৪৭ মৌসুমের পর প্রথমবারের মতো ইংল্যান্ডের সর্বোচ্চ লিগে জায়গা করে নেয়। ১৯০৪ সাল থেকে গ্রাফিন পার্ক নামক একটি স্টেডিয়ামকে নিজেদের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করেছে ক্লাবটি। কিন্তু ২০২০ সালে ব্রেন্টফোর্ড কমিউনিটি স্টেডিয়ামে চলে আসে। এই স্টেডিয়ামটিতে বসে একসঙ্গে প্রায় ১৮ হাজার দর্শক খেলা দেখতে পারে। ব্রেন্টফোর্ড ১৯০০ সালে তৎকালীন সময়ে ইংল্যান্ডের সর্বোচ্চ প্রতিযোগী ইংলিশ ফুটবল লিগে জায়গা করে নেয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে ক্লাবটি। একটা সময় তাদের অবস্থা এতই খারাপ হয়ে যায় যে ১৯৯৮ সালে তারা চতুর্থ বিভাগে নেমে যায়। ব্রেন্টফোর্ড ফুটবল ক্লাবের প্রিমিয়ার লিগে জায়গা করে নেয়ার বিষয়টি অনেকের কাছে অনুপ্রেরণার। ১৯৯৮ সালেও চতুর্থ বিভাগে ছিল তারা। এখন তারা খেলছে প্রিমিয়ার লিগে। একুশ শতকের শুরুতেই তাদের নতুন করে উত্থান হয়। একে একে তারা তৃতীয় বিভাগ ও দ্বিতীয় বিভাগে জায়গা করে নেয়। তবে কয়েক মৌসুম দ্বিতীয় বিভাগে কাটাতে হয় তাদের। টানা কয়েক মৌসুম দ্বিতীয় বিভাগের লিগের প্লে অফের ফাইনালে খেলেও বারবার ব্যর্থ হয়েছে তারা। তবে হাল ছাড়েনি।
:: কাগজ ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়