উড়াল সড়কে সিএনজি উল্টে নিহত ১

আগের সংবাদ

জঙ্গি টার্গেটে কূটনৈতিক জোন! এক হামলাকারী আটক : নিরাপত্তা জোরদার : বাড়ানো হয়েছে টহল ও তল্লাশি

পরের সংবাদ

সালমান শাহ : সিনেমার রাজপুত্রের সুবর্ণজয়ন্তী

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহর জন্মদিন আগামীকাল ১৯ সেপ্টেম্বর। বেঁচে থাকলে তিনি এবার ৫০ বছরে পা দিতেন। কিন্তু অকালেই মৃত্যু হয় তার। যে মৃত্যুর রহস্য আজো অজানা। বাংলা চলচ্চিত্রের যুগান্তকারী এই নক্ষত্রের মৃত্যুর ২৫ বছর কেটে গেলেও অভিনেতাদের বর্ণিল আকাশে আজো তিনি সমোজ্জ্বল। সিনেমাপ্রেমীদের কেউ কেউ বলেন, সালমান শাহর মতো এমন প্রতিশ্রæতিশীল অভিনেতা বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এখনো দুর্লভ। মাত্র ৪ বছরের ছোট্ট চলচ্চিত্র ক্যারিয়ারে ২৭টি ছবিতে কাজ করেছিলেন তিনি। চরিত্র ফুটিয়ে তুলতে স্বাভাবিক চালচলন ও বাচনভঙ্গিই ছিল যে অভিনেতার অভিনয়মন্ত্র। এমনকি সিনেমায় সালমান ছিলেন কেতাদুরস্ত একজন। বলিউডের নামকরা নায়কদের মতোই তিনি ছিলেন স্টাইলিশ অভিনেতা। যে কারণে নব্বইয়ের তরুণ-তরুণীদের ফ্যাশন আইকনে পরিণত হয়েছিলেন সালমান। বলতে গেলে, তিনি ছিলেন দেশের চলচ্চিত্রাঙ্গনে স্বপ্নের নায়ক। এমনকি সে সময়ের প্রজন্ম ছাড়াও বর্তমান প্রজন্মও তাকে সমানভাবে অনুসরণ করছে। প্রথম ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’-এ অভিনয় করেই সারাদেশে ছড়িয়ে পড়েছিল সালমান শাহর নাম। এ ছবির নির্মাতা সোহানুর রহমান। সালমান শাহকে স্মরণ করতে গিয়ে তিনি বলেন, ‘আনন্দমেলা সিনেমা লিমিটেডের চেয়ারম্যান সিরাজুল ইসলাম আমাকে বললেন, পাঁচটি ছবির কপিরাইট এনেছি। রিমেক করতে হবে। মাথায় এলো, নতুন ছেলেমেয়ে নিয়ে ছবি বানাব। নায়িকা হিসেবে মৌসুমীকে পাওয়া গেল। প্রযোজক সিরাজুল ইসলাম একটি ছবি দিয়ে বললেন, দেখেন তো একে কেমন লাগে? ছবিটি হাতে নিয়ে জানতে পারি, ছেলেটির নাম ইমন। প্রযোজকের কাছ থেকে তখন তার নম্বর নিয়ে ফোন দেই। তাকে রেস্টুরেন্টে আসতে বলি। একটি সুদর্শন ছেলে কাকে যেন খুঁজছে। জিজ্ঞাসা করি, তুমি কি ইমন? সে বলে, হ্যাঁ আমিই ইমন। আলোচনা করি ছবির ব্যাপারে। সে বলে, ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিটি ২৬ বার দেখেছে। সে ওই ছবিটিতে কাজ করতে আগ্রহী। সিদ্ধান্ত নিই ওই ছবিটিই করব।’ এমনকি সালমান শাহ নামটিও দিয়েছিলেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ নির্মাতা সোহানুর রহমান। সালমানের পারিবারিক নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। প্রথম যে ছবিতে সালমান অভিনয় করেন সে ছবি ছিল বলিউডের ‘কেয়ামত সে কেয়ামত থাক’ ছবির রিমেক। সোহানুর রহমানের কথা থেকে বুঝা যায় যে, মূল ছবিটিরই প্রেমে পড়েছিলেন সালমান। যেখানে অভিনয় করেছিলেন আমির খান ও জুহি চাওলা। এ ছবি সম্পর্কে জানাশোনার কারণেই ছবিটি করতে চেয়েছিলেন সালমান শাহ। এটা ছিল তার দূরদর্শিতা। তরুণ প্রজন্মের মনভূমি বুঝতে পেরেছিলেন তিনি। এবং ছবিটিতে সংগীতশিল্পী আগুনের কণ্ঠে ‘বাবা বলেছে ছেলে নাম করবে’ গানের মতোই নাম করেন সালমান। এমনকি হিন্দি মূল গানের চেয়েও আমাদের দেশে তুমুল জনপ্রিয় হয় এ ছবির গানগুলো। শুরু হয় সালমানের পথচলা। একে একে সিনেমামোদীদের উপহার দেন ‘অন্তরে অন্তরে’, ‘সুজন সখি’, ‘¯েœহ’, ‘আশা ভালোবাসা’, ‘বিচার হবে’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘আনন্দ অশ্রæ’, ‘বুকের ভিতর আগুন’র মতো হিট ছবিগুলো। প্রথম ছবিতে চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে জুটিবদ্ধ হলেও পরবর্তীতে অধিকাংশ সিনেমায় শাবনূরের সঙ্গে কাজ করেছেন সালমান শাহ। এক সময় ইন্ডাস্ট্রিতে খ্যাতির চূড়ায় পৌঁছে গিয়েছিলেন তিনি। তার অভিনীত চলচ্চিত্রে মাতোয়ারা হয়ে ওঠে দেশের চলচ্চিত্রাঙ্গন। কিন্তু দর্শকদের মাতোয়ারা হঠাৎই পরিণত হয় শূন্যতায়। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় চিত্রনায়ক সালমানের মরদেহ। তার আকস্মিক মৃত্যুতে দিশাহারা হয়ে পড়েন সারাদেশের চলচ্চিত্রপ্রেমীরা। সালমানের কোনো কোনো ভক্ত নিজেও বেঁচে নেন আত্মহত্যার পথ, হয়ে ওঠেন আত্মহত্যা প্রবণ। যা এ দেশের ইতিহাসে বিরল। এমনকি প্রশ্ন ওঠে সালমানের অস্বাভাবিক মৃত্যু নিয়েও। সালমানের স্ত্রী সামিরা হক দাবি করেন, আত্মহত্যা করেছেন সালমান। পরিবার ও ভক্তরা দাবি করেন, কোনোভাবেই সালমানের মতো প্রত্যয়ী মানুষ আত্মহত্যা করতে পারেন না। তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। অভিযোগের আঙুল ওঠে স্ত্রী সামিরার বিরুদ্ধে। সামিরা ও আরো কজনকে আসামি করে মামলা দায়ের করেন সালমানের বাবা কমর চৌধুরী ও মা নীলা চৌধুরী। সেই মামলার কার্যক্রম এখনো চলছে। দেশের মানুষের কাছে চিত্রনায়ক সালমান শাহর অস্বাভাবিক মৃত্যু আজো তাই রহস্যময়।
:: মেলা প্রতিবেদক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়