পথচারী ও মাদ্রাসার ছাত্রদের মধ্যে চসিক মেয়রের খাবার বিতরণ

আগের সংবাদ

প্রধানমন্ত্রীর নির্দেশ : ঢাকার চারপাশে হবে এলিভেটেড ওয়ে

পরের সংবাদ

ফরিদগঞ্জে আবু ওসমান চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি : মুক্তিযুদ্ধের ৮নং সেক্টরের সেক্টর কমান্ডার লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। গত রবিবার বিকালে ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজারে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরীর ছবিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. হাবিবুর রহমান, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেস ক্লাব, বালিথুবা পশ্চিম ইউনিয়ন পরিষদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চাঁদপুর জেলা ও ফরিদগঞ্জ উপজেলা শাখা, চান্দ্রা ইমাম আলী উচ্চবিদ্যালয় ও কলেজ, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন। পরে একটি শোকর‌্যালি চান্দ্রা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে চান্দ্রা ইমাম আলী উচ্চবিদ্যালয় ও কলেজ মিলনায়তনে সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ’৭১-এর ব্যবস্থাপনায় স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়