পথচারী ও মাদ্রাসার ছাত্রদের মধ্যে চসিক মেয়রের খাবার বিতরণ

আগের সংবাদ

প্রধানমন্ত্রীর নির্দেশ : ঢাকার চারপাশে হবে এলিভেটেড ওয়ে

পরের সংবাদ

ক্লাব পরিচিতি : ক্লেহমো ফুট

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ক্লেহমো ফুট ৬৩ ফ্রান্সের একটি পেশাদার ফুটবল ক্লাব। তারা ফ্রান্সের সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতা লিগ ওয়ানে খেলে। এটি ১৯০০ সালে প্রতিষ্ঠিত হলেও বর্তমান নাম ও নতুন করে যাত্রা শুরু করে ১৯৯০ সালে অন্য আরেকটি ক্লাবের সঙ্গে এক হয়ে। ঘরের মাঠ হিসেবে ক্লেহমো ফুট ব্যবহার করে স্তাদে গ্যাব্রিয়েল মোন্টপেইড নামক একটি স্টেডিয়ামকে। এই স্টেডিয়ামে একসঙ্গে বসে খেলা দেখতে পারে প্রায় ১২ হাজার দর্শক। ২০১৪ থেকে শুরু করে ২০১৭ সাল পর্যন্ত ক্লেহমো ফুটের কোচের দায়িত্ব পালন করেন নারী কোচরা। এর মাধ্যমে ফ্রান্সের ফুটবলের ইতিহাসে প্রথম কোনো পুুরুষ ফুটবল দলের দায়িত্ব পালন করেন কোনো নারী কোচ। এই ক্লাবটি ইতিহাসে তাই অনন্য জায়গা করে রেখেছে। ২০১৪ সালে তারা দায়িত্ব দেয় হেলেনা কোস্তাকে। কিন্তু কয়েক মাস পর তিনি চাকরি ছেড়ে দেন। এরপর দায়িত্ব পান করিনে দিকারে। পরবর্তীতে তিনি ফ্রান্সের নারী জাতীয় দলের দায়িত্ব পান। ক্লেহমো ফুটবল ফ্রান্সের সর্বোচ্চ লিগের সর্ব নবীনতম ক্লাব। তারা ২০২০-২১ মৌসুমে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ প্রতিযোগিতা লিগ টুতে রানার্সআপ হয়। আর রানার্সআপ হওয়ার সুবাদে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো তারা লিগ ওয়ানে খেলার যোগ্যতা অর্জন করে। ১৯১১ সালে ক্লাবটি স্তাদে ক্লেহমো নামে যাত্রা শুরু করে। নিজেদের শুরুর ইতিহাসে খুব বেশি সাফল্য না পেলেও ১৯৪৫-৪৬ মৌসুমে ক্যুপ দি ফ্রান্স কাপের সেমিফাইনালে যাওয়ার যোগ্যতা অর্জন করে তারা। তবে ১৯৪৬-৪৭ মৌসুমে ফ্রান্সের পেশাদার ক্লাব থেকে তাদের নাম বাদ দেয়া হয়। ১৯৬৬ সালে ফের পেশাদার ক্লাব হিসেবে অন্তর্ভুক্ত হয় তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়