ই-অরেঞ্জের সাবেক সিওও রাসেল রিমান্ডে

আগের সংবাদ

যাত্রীসেবার মান তলানিতে : সড়ক আইন প্রয়োগে উদাসীনতা > নির্দেশনা দিয়েই দায়িত্ব শেষ কর্তৃপক্ষের

পরের সংবাদ

রোনালদোর ঘরে ফেরার গল্প

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৩১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

করোনাকালে ইউরোপের ফুটবলে এবার চমকপ্রদ দলবদলের সাক্ষী হয়েছেন ক্রীড়াপ্রেমীরা। প্রতি মৌসুম শেষে ফুটবলের ক্লাবগুলো নিজেদের দলকে নতুন করে সাজিয়ে নেয়ার কাজটি করে থাকে। এটি ফুটবলের চিরাচরিত রূপ। মৌসুম যায় আসে, ফুটবলাররা দলবদল করেন। তবে এবারের দলবদলের শুরুতে উত্তাপ ছিল না তেমন। কারণ ফুটবলের সুপারস্টার লিওনেল মেসি বার্সেলোনায় ছাড়বেন অনেকটাই নিশ্চিত ছিল। কিন্তু হঠাৎ বদলে যায় সব। আর্থিক সীমাবদ্ধতার কথা জানিয়ে দীর্ঘ ২১ বছরের সারথি লিওনেল মেসিকে ছেড়ে দেয়ার ঘোষণা আসে বার্সেলোনার তরফ থেকে। আর সেই সুযোগটা লুফে নেয় ফরাসি ধনী ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। কাতারি মালিকানাধীন ক্লাবটির সঙ্গে ইতোমধ্যেই দুই বছরের চুক্তি করেছেন আর্জেন্টাইন তারকা। তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর দলবদল নিয়ে গুঞ্জন ছিল আগে থেকেই। ম্যানচেস্টার সিটি, পিএসজি ছাড়াও তার সম্ভাব্য গন্ত্যবের তালিকায় এসেছিল সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের নামও। এর প্রতিক্রিয়ায় পাঁচবারের বর্ষসেরা ফুটবলার নিজেই জানিয়েছিলেন, সবই গুঞ্জন। শেষ সময়ে খবর বের হয় রোনালদোর চুক্তির বিষয় সিটি কোচ পেপ গুয়ার্দিওলার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন তার এজেন্ট জর্জ মেন্দেস। শেষ পর্যন্ত ৩৬ বছর বয়সি পর্তুগিজ তারকা ফেরেন ম্যানচেস্টার ইউনাইটেডে, যেখান থেকে শুরু হয়েছিল মহাতারকা হয়ে ওঠার পথে তার যাত্রা। যাই হোক মেসি-রোনালদো মাত্র কয়েক দিনের ব্যবধানে বদলে ফেলেছেন নিজেদের ঠিকানা। তবে রোনালদোর ঘরে ফেরার গল্পটা একটু ব্যতিক্রম। জুভেন্টাসে যাওয়ার আগে রোনালদো ছিলেন রিয়াল মাদ্রিদে। এই ক্লাব থেকে তাকে কিনতে অনেক কাঠখড় পোড়াতে হয় জুভেন্টাসকে। ২০১৬-১৭ মৌসুমে এই জুভেন্টাসকে ধরাশায়ী করেই রিয়ালকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছিলেন রোনালদো। তাকে কিনতে রিয়ালকে ১০৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিয়েছে জুভেন্টাস। তবে এটাই চূড়ান্ত খরচ নয়, আনুষঙ্গিক আরো খরচের বোঝাও বইতে হয়েছে তুরিনের ওল্ড লেডিদের। রোনালদোর ইচ্ছানুযায়ী রিয়াল তাকে ১০০ মিলিয়ন ইউরোতেই ছেড়ে দিতে রাজি ছিল। এর সঙ্গে অ্যাড-অনস আরো ৫ মিলিয়ন দিয়েছে জুভেন্টাসে। মোট ১০৫ মিলিয়ন ইউরো গুনতে হয়েছে ইতালিয়ান ক্লাবটিকে। কিন্তু রিয়ালের বাইরে আরো একজনকে ২০ মিলিয়ন ইউরো দিতে হয়েছে তাদের। সেই একজন হলেন রোনালদোর এজেন্ট মেন্দেজ। মোট দল-বদলের ২০ শতাংশ অর্থ পান এই সুপার এজেন্ট। যাই হোক অবশেষে দুই বছরের চুক্তিতে গত শুক্রবার ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন রোনালদো। ১৮ বছর বয়সে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন রোনালদো। এরপর ইউনাইটেডে ছয় মৌসুম কাটিয়ে ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে রোনালদো চলে যান রিয়াল মাদ্রিদে। ম্যানচেস্টারে ৬ বছরে ক্লাব ফুটবলের সম্ভাব্য সব ট্রফিই জয় করেন রোনালদো। ব্যালন ডি অরও জিতেছিলেন সিআর সেভেন। এরপর রিয়াল মাদ্রিদ হয়ে জুভেন্টাসে যান রোনালদো। সেখানে ঘরোয়া শিরোপা জিতলেও, চ্যাম্পিয়ন্স লিগ জয় করতে পারেননি। এবারের ইউরো শেষ হওয়ার পর গুঞ্জন উঠেছিল রোনালদো জুভেন্টাস ছাড়বেন। সেটাই সত্যি হলো। এখন রোনালদো অবস্থান করছেন পর্তুগালের লিসবনে। এর আগে ৩৬ বছর বয়সি রোনালদো গত মৌসুমে ক্লাব ও ইউরোতে দেশের হয়ে মোট ৪৮টি ম্যাচে ৪১টা গোল করেছেন। এই বয়সে এসেও তার ক্ষিপ্রতা যে কোনো তরুণ ফুটবলারকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়ার জন্য যথেষ্ট। রেড ডেভিলসদের হয়ে বাঁ-দিকের উইংয়ে মার্কাস রাশফোর্ড চোট পাওয়ায় নিয়মিত খেলার কোনো ফুটবলার নেই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়