প্রণোদনা ঋণের জন্য ঘুষ লাগে ২৯ শতাংশ ব্যবসায়ীর

আগের সংবাদ

অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে : করোনার প্রকোপ কমার পর ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও বিষণ্নতার বড় আঘাত আসছে

পরের সংবাদ

শ্রীনগরে ঘর দেয়ার নামে আর্থিক সুবিধা আদায়

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : উপজেলার তন্তর ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার ঘর দেয়ার নামে আর্থিক সুবিধা নেয়ার অভিযোগ উঠেছে। তন্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লণ্ঠুর বিরুদ্ধে আর্থিক সুবিধা নেয়ার অভিযোগ ওঠে। ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের মনাই মিয়ার পুত্র কাশেম ও মজনু ঢালীর পুত্র অরুণ ঢালী এ অভিযোগ করেন। সরজমিন দেখা গেছে, তন্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পাড়াগাঁও সরদার বাড়ির সামনে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য দ্বিতীয় পর্যায়ের ঘরের নির্মাণকাজ চলছে। এখানে উপকারভোগীর জন্য মোট ৬টি ঘর নির্মাণ করা হচ্ছে। জানা গেছে, ঘর পাইয়ে দেয়ার নাম করে তন্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লণ্ঠু ওই এলাকার কাশেমের কাছ থেকে ৫০ হাজার ও অরুণের কাছ থেকে ১ লাখ টাকা নেন। বিষয়টি জানাজানি হয়ে গেলে অরুণের টাকা ফেরত দিলেও কাশেমের টাকা এখনো ফেরত দেননি। অরুণ ঢালী জানান, মিজানুর রহমান লণ্ঠু ঘর পাইয়ে দেয়ার কথা বলে আমাদের কাছ থেকে গোপনে ১ লাখ টাকা নেন। পরে বিষয়টি জানাজানি হয়ে গেলে তিনি টাকা ফেরত দেন। ভুক্তভোগী মো. কাশেম বলেন, আশ্রয়ণ প্রকল্পে ঘর দেয়ার কথা বলে আমার কাছ থেকে লণ্ঠু সাহেব ৫০ হাজার টাকা নিয়েছেন। ঘর পাব কিনা জানি না, তবে এখনো টাকা ফেরত পাইনি। তন্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লণ্ঠুর কাছে এ বিষয়ে বলেন, একটি কুচক্রী মহল আমার বদনামের জন্য এসব কথা বলে বেড়াচ্ছে। ঘর দেয়ার নামে আমি কারো কাছ থেকে কোনো টাকা-পয়সা নেইনি। ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, ভূমিহীদের ঘর বরাদ্দ সংক্রান্ত বিষয়ে আর্থিক লেনদেন হয়েছে কিনা আমার জানা নেই। এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ জানান, আর্থিক সুবিধা নেয়ার বিষয়ে কেউ অভিযোগ করেনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়