প্রণোদনা ঋণের জন্য ঘুষ লাগে ২৯ শতাংশ ব্যবসায়ীর

আগের সংবাদ

অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে : করোনার প্রকোপ কমার পর ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও বিষণ্নতার বড় আঘাত আসছে

পরের সংবাদ

যাত্রীবেশে চালককে ছুরিকাঘাত করে রিকশা ছিনতাই

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : যাত্রী সেজে চালককে ছুরিকাঘাত করে তার রিকশা ও মোবাইল নিয়ে গেছে ছিনতাইকারীরা। রাজধানীর গেন্ডারিয়া থানার ধুপখোলা মাঠ এলাকায় গতকাল রবিবার ভোরে এ ঘটনা ঘটে। এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত রিকশাচালক আনছার আলীকে (৬৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
ঢামেক হাসপাতালে আহত আনছার আলীর স্ত্রী পারভীন জানান, শ্যামপুর এলাকার বাসিন্দা তারা। রবিবার ফজরের নামাজ পড়ে রিকশা নিয়ে বের হন তার স্বামী। গেন্ডারিয়া যাবেন বলে দুজন যাত্রী রিকশায় ওঠে। পরে ধুপখোলা মাঠের রাস্তায় পৌঁছলে আরোহী বেশে থাকা দুই দুর্বৃত্ত পেছন থেকে তার স্বামীর পিঠে, হাতে ও পেটে ছুরিকাঘাত করে। এ সময় আনছার আলী পড়ে গেলে রিকশা ও সঙ্গে থাকা মোবাইল ফোন নিয়ে চলে যায়। পরে পথচারীরা প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে ও পরে সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে যান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়