প্রণোদনা ঋণের জন্য ঘুষ লাগে ২৯ শতাংশ ব্যবসায়ীর

আগের সংবাদ

অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে : করোনার প্রকোপ কমার পর ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও বিষণ্নতার বড় আঘাত আসছে

পরের সংবাদ

মসজিদ সংস্কারের টাকা আত্মসাৎ! ফুলছড়ি

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি : ফুলছড়িতে উড়িয়া ইউনিয়নের দাড়িয়ারভিটা জামে মসজিদ সংস্কারের জন্য বরাদ্দকৃত টিআর প্রকল্পের টাকা পায়নি মসজিদ কমিটি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) দপ্তর সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরের বাজেটে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর-নগদ টাকা) সাধারণ কর্মসূচির আওতায় চতুর্থ পর্যায়ের ফুলছড়ি উপজেলা পরিষদের ২০ শতাংশ বরাদ্দ থেকে ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের দাড়িয়ারভিটা জামে মসজিদ ঘর সংস্কারের জন্য এক লাখ টাকা দেয়া হয়। গত জুন মাসে দাড়িয়ারভিটা জামে মসজিদ সংস্কারের জন্য বরাদ্দকৃত সমুদয় টাকা উত্তোলন করা হয়। কিন্তু টাকা সংস্কারের কাজে ব্যবহার করা হয়নি বলে দাবি করেছে মসজিদ কমিটি। দাড়িয়ারভিটা জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালেব বলেন, আমাদের মসজিদটি মুসল্লিদের দানের টাকায় চলছে। গত দুই বছরে মসজিদে কোনো প্রকার সরকারি অনুদান দেয়া হয়নি। দাড়িয়ারভিটা জামে মসজিদ সংস্কার প্রকল্পের সভাপতি আলী আজম বলেন, মসজিদ সংস্কারের জন্য টিআর প্রকল্পের এক লাখ টাকা পেয়েছি। ওই টাকা ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান জি এম সেলিম পারভেজের পরামর্শে উড়িয়া ইউনিয়নের দারুস সালাম জামে মসজিদে দেয়া হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ বলেন, দারুস সালাম জামে মসজিদের লোকজনের দাবির পরিপ্রেক্ষিতে ওই মসজিদ সংস্কারের জন্য এক লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। দাড়িয়ারভিটা এলাকায় দুটি মসজিদ হওয়ায় প্রকল্পের নাম ভুলবশত অন্যটা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদুজ্জামান শামীম বলেন, দাড়িয়ারভিটা জামে মসজিদ সংস্কারের বরাদ্দকৃত টাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম সেলিম পারভেজের সুপারিশে প্রকল্প সভাপতিকে দেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়