প্রণোদনা ঋণের জন্য ঘুষ লাগে ২৯ শতাংশ ব্যবসায়ীর

আগের সংবাদ

অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে : করোনার প্রকোপ কমার পর ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও বিষণ্নতার বড় আঘাত আসছে

পরের সংবাদ

পানিবন্দি ১২ জেলার মানুষ : বন্যায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতি উন্নতির কোনো লক্ষণ নেই। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ফলে পানিবন্দি হয়ে পড়েছে ১২ জেলার শত শত গ্রামের মানুষ।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র গতকাল রবিবার জানিয়েছে, ব্রহ্মপুত্র নদের পানির সমতল স্থিতিশীল আছে। অপরদিকে যমুনা নদীর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। গঙ্গা নদীর পানির সমতল হ্রাস পাচ্ছে, অপরদিকে পদ্মা নদীর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে, যা একই সময় পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার কুশিয়ারা ছাড়া প্রধান নদীর পানির সমতল হ্রাস পাচ্ছে, যা আগামীকাল মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
ইতোমধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর ও চাঁদপুর জেলার নি¤œাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে। আজ সোমবার নাগাদ আরো অবনতি হতে পারে। এই সময়ে তিস্তা নদীর পানির সমতল স্থিতিশীল থাকতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, বর্তমানে ৮টি নদনদীর পানি ১৫টি স্থানে বিপদসীমা অতিক্রম করেছে।
দুধকুমারের পানি পাটেশ্বরীতে বিপদসীমার ১ সেন্টিমিটার উপর, ধরলার পানি কুড়িগ্রামে বিপদসীমার ২৪ সেন্টিমিটার উপর, ব্রহ্মপুত্রের পানি চিলমারীতে ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার পানি ফুলছড়িতে বিপদসীমার ৫ সেন্টিমিটার বাহাদুরাবাদে বিপদসীমার ১২ সেন্টিমিটার, সারিয়াকান্দিতে ৩০ সেন্টিমিটার, কাজিপুরে ২৬ সেন্টিমিটার, সিরাজগঞ্জে ৩৪ সেন্টিমিটার, পোড়াবাড়ীতে ৭ সেন্টিমিটার, মথুরায় ৬ সেন্টিমিটার, আরিচয়ায় ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া আত্রাইয়ের পানি বাঘাবাড়ীতে বিপদসীমার ৩৭ সেন্টিমিটার, ধলেশ্বরীর পানি এলাসিনে ৪০ সেন্টিমিটার, পদ্মার পানি গোয়ালন্দে ৪৪ সেন্টিমিটার ও সুরেশ্বরে ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পাউবো জানিয়েছে, বিভিন্ন নদনদীতে তাদের পর্যবেক্ষণাধীন ১০৯টি স্টেশনের মধ্যে গতকাল রবিবার ৫০টিতে পানির সমতল বেড়েছে। কমেছে ৫৩টি স্টেশনের পানির সমতল। অপরিবর্তিত আছে ৬টি স্টেশনের পানির সমতল। আর ১৫টি স্টেশনের পানির সমতল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানি সামান্য কমলেও এখনো প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি জীবন যাপন করছে। গতকাল রবিবার শেষ খবর পাওয়া পর্যন্ত কুড়িগ্রাম সেতু পয়েন্টে ধরলার পানি সামান্য কমে বিপদসীমার ২১ সেন্টিমিটার ও চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কমেছে তিস্তাসহ অন্যান্য নদীর পানিও। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, বন্যার পানিতে তলিয়ে গেছে নিচু এলাকার ১০ হাজার হেক্টর জমির রোপা আমন ও ৮৫ হেক্টর জমির সবজি খেত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়