প্রণোদনা ঋণের জন্য ঘুষ লাগে ২৯ শতাংশ ব্যবসায়ীর

আগের সংবাদ

অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে : করোনার প্রকোপ কমার পর ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও বিষণ্নতার বড় আঘাত আসছে

পরের সংবাদ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি : আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ আছে

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে সরকার।
একই সঙ্গে তাদের নিরাপদে ফেরানোর ব্যবস্থা নেয়া হয়েছে। গতকাল রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের পরিস্থিতি বাংলাদেশ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। গত ২৬ আগস্ট কাবুল বিমানবন্দরের কাছে বোমা হামলায় নিহতদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় বাংলাদেশ। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে।
আফগানিস্তানের জনগণের পাশাপাশি বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানায়।
এখন পর্যন্ত বাংলাদেশ সরকার সেখানে আটকে থাকা প্রায় ২০ বাংলাদেশিকে ফেরত আনার প্রক্রিয়া সম্পন্ন করেছে। বাংলাদেশের নাগরিকসহ সব বিদেশি নাগরিকের নিরাপদ প্রস্থান সহজ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে বাংলাদেশ।
বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশ অবশিষ্ট বিদেশি নাগরিকদের প্রত্যাবর্তন প্রক্রিয়া অব্যাহত রাখতে চায়। অনুকূল পরিবেশ সৃষ্টি হলে উন্নয়নকর্মীরা আফগানিস্তানে ফিরে যেতে পারে।
বাংলাদেশ এ সময়ে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম বজায় রাখার আহ্বান জানায়। শিগগিরই আফগানিস্তানের পরিস্থিতি স্বাভাবিক ও শান্তি ফিরিয়ে আনার প্রত্যাশা করছে বাংলাদেশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়