প্রণোদনা ঋণের জন্য ঘুষ লাগে ২৯ শতাংশ ব্যবসায়ীর

আগের সংবাদ

অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে : করোনার প্রকোপ কমার পর ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও বিষণ্নতার বড় আঘাত আসছে

পরের সংবাদ

দুর্গাপুর : বাবার পিটুনিতে প্রাণ গেল যুবকের

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : দুর্গাপুরে ছেলে আব্দুল হককে (৩০) পিটিয়ে হত্যা করে মাটিতে পুঁতে রেখেছিলেন বাবা আলী আমজাদ (৬৮)। গত শনিবার রাতে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের তিতারজান গ্রামে এ ঘটনাটি ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল হক সব সময় নেশা করত এবং নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর করত। ছেলের বিরুদ্ধে কিছু দিন আগে থানায় অভিযোগ দিয়েছিলেন বাবা। থানায় একটি মামলা রয়েছে ছেলের বিরুদ্ধে। শনিবার রাতে আব্দুল হক নেশার টাকার জন্য তার বাবা-মায়ের ওপর অত্যাচার শুরু করলে একপর্যায়ে বাবা আলী আমজাদ ছেলেকে কাঠের মোগর দিয়ে পিটাতে শুরু করেন। মারধরের একপর্যায়ে আব্দুল হকের মৃত্যু হলে নিজ ঘরের বারান্দার কক্ষে মাটিতে পুঁতে রাখেন বাবা-মা। রবিবার স্থানীয়রা ছেলেটিকে না পেয়ে ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদকে খবর দেন। নুর মোহাম্মদ লোকজন নিয়ে বাড়িতে এসে বারান্দার কক্ষে নতুন মাটি দেখে বিষয়টি সন্দেহ হলে পুলিশকে খবর দেন। রবিবার দুপুরে পুলিশ এসে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনুর-এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আব্দুল হকের বাবা-মাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছেলে হত্যার কথা স্বীকার করেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়