ম্যান ইউতে ফিরলেন রোনালদো

আগের সংবাদ

চেনা উইকেটে অচেনা নিউজিল্যান্ড

পরের সংবাদ

১০ লাখ ক্ষতিকর ভিডিও সরিয়েছে ইউটিউব

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

করোনাসংক্রান্ত ক্ষতিকর ও ভুয়া তথ্যসংবলিত ১০ লাখ ভিডিও সরিয়ে ফেলেছে ইউটিউব। করোনা সংক্রমণ শুরুর পর থেকে এ পরিমাণ ভিডিও অপসারণ করা হয়েছে বলে জানা গেছে। করোনাসহ বিভিন্ন বিষয়ে প্রচারিত ও প্রকাশিত ভুল তথ্য ও অপপ্রচারমূলক কনটেন্ট সরাতে ব্যর্থ হওয়ায় বিশ্বজুড়ে রাজনৈতিক চাপের মুখে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। ঠিক সে সময় গুগল মালিকানাধীন ইউটিউব এমন পদক্ষেপ গ্রহণসংক্রান্ত বিবৃতি প্রকাশ করেছে। ইউটিউব জানায়, তারা সিডিসি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের তথ্য ও মতামতের ওপর নির্ভর করে থাকে। পোস্টে প্রতিষ্ঠানটি এও উল্লেখ করে যে হঠাৎ করে নতুন কোনো তথ্য প্রকাশ পেলে সেটির যথার্থতা বা সত্যতা যাচাইয়ে কিছুটা সময়ের প্রয়োজন হয়। ইউটিউবের চিফ প্রডাক্ট অফিসার নীল মোহন লিখিত এক বার্তায় বলেন, যেসব ভিডিও সরাসরি বাস্তব জগতে ক্ষতিকর প্রভাব তৈরিতে সক্ষম সেসব ভিডিও অপসারণে আমাদের নীতিমালা নির্ধারণ করা হয়েছে। সূত্র : এনগ্যাজেট

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়