জাসদের পাল্টা প্রশ্ন : ১৫ আগস্ট সেলিম মার্কিন দূতাবাসে কী করছিলেন

আগের সংবাদ

কারা এই আইএস-কে? আফগানিস্তানে সক্রিয় নৃশংসতম জঙ্গিগোষ্ঠীর কাবুলে হামলার দায় স্বীকার

পরের সংবাদ

ভারত থেকে উপহারের আরো ৪০ অ্যাম্বুলেন্স বাংলাদেশে

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বেনাপোল প্রতিনিধি : ভারত সরকারের প্রতিশ্রæত উপহারের আরো ৪০টি ভেন্টিলেশন সুবিধাযুক্ত অ্যাম্বুলেন্স বাংলাদেশে পৌঁছেছে। বৃহস্পতিবার বেলা ১০ টায় ভারতের পেট্রাপোল বন্দর থেকে অ্যাম্বুলেন্সগুলো বাংলাদেশের বেনাপোল বন্দরে পৌঁছায়। এ নিয়ে ভারত সরকারের প্রতিশ্রæত ১০৯টি অ্যাম্বুলেন্সের ৭১টি অ্যাম্বুলেন্স পেল বাংলাদেশ। বাকি ৩৮টি অ্যাম্বুলেন্স আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন ভারতীয় হাইকমিশন।
গত ২৬-২৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশে আসা ভারত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের স্বাস্থ্যসেবা উন্নয়ন ও কোভিড-১৯ মহামারি মোকাবিলায় যৌথ উদ্যোগে বাংলাদেশ সরকারকে ভেন্টিলেশন সুবিধাযুক্ত ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দেয়ার প্রতিশ্রæতি দেন। যার প্রথম চালানের একটি
অ্যাম্বুলেন্স সফরের পূর্বেই তিনি মার্চ মাসের ২১ তারিখে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেন। ধারাবাহিকতায় ৭ আগস্ট দ্বিতীয় চালানে ৩০টি অ্যাম্বুলেন্স ও ২৬ আগস্ট ৩য় চালানে আরো ৪০টি অ্যাম্বুলেন্স যুক্ত হয়ে এ নিয়ে ৭১টি অ্যাম্বুলেন্স পেল বাংলাদেশ। প্রতিশ্রæত বাকি ৩৮টি অ্যাম্বুলেন্স আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন ভারতীয় হাইকমিশন।
অ্যাম্বুলেন্সগুলো ছাড়পত্রের কাজে নিয়োজিত সিএন্ডএফ এজেন্টস উত্তরা মোটরর্সের প্রতিনিধি মেহেদী হাসান জানান, উপহারের ৪০টি অ্যাম্বুলেন্সের কাগজপত্র বেনাপোল কাস্টমসে জমা দেয়া হয়েছে।
বেনাপোল কাস্টম হাউসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, ভারত সরকারের দেয়া উপহারের ৪০টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে পৌঁছেছে। দ্রুত কাস্টমসের কাগজপত্রের কাজ সম্পন্ন করা হবে।
বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আতিকুর রহমান বলেন, ভারত সরকারের উপহারের ৪০টি অ্যাম্বুলেন্স বন্দর অভ্যন্তরে রাখা হয়েছে। কাস্টমসের প্রক্রিয়া সম্পন্ন হলে ঢাকার উদ্দেশে রওনা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়