ওবায়দুল কাদের : ২১ আগস্ট মামলার আপিল শুনানি শুরু শিগগিরই

আগের সংবাদ

মহামারিতে মেগা প্রকল্পে স্থবিরতা

পরের সংবাদ

হোমনায় এক গাভীর দুই বাছুর প্রসব

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি : হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের বাহের কালমিনা গ্রামের দুধ বেপারি খলিল মিয়ার একটি গাভী এক সঙ্গে দুটি বাছুর প্রসব করেছে। গাভীটি গত মঙ্গলবার রাতে দুটি কালো রঙের বাছুর প্রসব করে। বর্তমানে গাভী ও বাছুর দুটি সুস্থ আছে। এদিকে এমন খবর এলাকায় ছড়িয়ে যাওয়ার পর গাভী ও বাছুরগুলোকে দেখতে খলিল মিয়ার বাড়িতে উৎসুক জনতা ভিড় করছেন।
গাভীর মালিক মো. খলিল মিয়া বলেন, ‘এটি অনেক ভাগিন্তা গাই (ভালো গাভী)। প্রতি বছরই একটি করে বাচ্চা প্রসব করে। এবার দুটি বাচ্চা প্রসব করেছে, এতে করে দুই বছরেরটা এবার এক বছরেই পেয়ে গেছি। গাভীটি এক সঙ্গে দুটি বাচ্চা প্রসব করায় এবং এগুলো সুস্থ থাকায় আমি অনেক খুশি হয়েছি। আমি এজন্য মহান আল্লাহর নিকট অনেক শুকরিয়া জ্ঞাপন করছি।’
হোমনা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সৈয়দ মো. নজরুল ইসলাম বলেন, এক গাভী এক সঙ্গে দুই বাছুর প্রসব করে থাকে, তবে সেটি খুব রেয়ার বিষয়। তিনি বলেন, জাইগটের কারণে এমনটি হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়