ওবায়দুল কাদের : ২১ আগস্ট মামলার আপিল শুনানি শুরু শিগগিরই

আগের সংবাদ

মহামারিতে মেগা প্রকল্পে স্থবিরতা

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কর্মশালা
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে ‘নো মাস্ক নো সার্ভিস, মাস্ক পরুন সেবা নিন’ প্রতিপাদ্যে করোনা ভাইরাসের বিস্তার রোধে দুই দিনব্যাপী জনসচেতনতামূলক কর্মশালা শুরু হয়েছে। গত সোমবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে শহরের এসি লাহা মিলনায়তনে এই কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভূঁইয়া হেমায়েত উদ্দীন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন, ডেপুটি সিভিল সার্জন হাবিবুর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী প্রমুখ।

বাগান পরিদর্শন
সিংড়া (নাটোর) প্রতিনিধি : সিংড়ায় সৌখিন বাগান পরিদর্শন করলেন জেলা প্রশাসক মো. শামীম আহমেদ। গত মঙ্গলবার চলনবিল গেট সংলগ্ন এলাকায় মাচায় অসময়ে হলুদ তরমুজ চাষ পরিদর্শন করেন তিনি। পরে গৌরমতি আমের চারা রোপণ ও চলনবিলে উদ্ধার করা একটি বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, ইউএনও এম এম সামিরুল ইসলাম, পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা, সাংবাদিক ও পরিবেশ কর্মী সাইফুল ইসলাম, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, কলম
প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক হারুন-অর-রশিদ, সাংবাদিক শারফুল ইসলাম খোকন প্রমুখ।

বৃক্ষরোপণ কর্মসূচি
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : সৈয়দপুরে শোকের মাসকে স্মরণীয় করে রাখতে বুধবার সকালে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন সংরক্ষিত আসনের এমপি রাবেয়া আলীম। মৎস্যজীবী লীগ সৈয়দপুর উপজেলা ও পৌর শাখা এ কর্মসূচির আয়োজন করে। এ দিন শহরের শহীদ স্মৃতি চত্বরে ফলদ ও বনজ বৃক্ষরোপণ করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আ.লীগ নেতা প্রকৌশলী রাশেদুজ্জামান রাশেদ, মৎস্যজীবী লীগ নীলফামারী জেলা শাখার সদস্যসচিব জুয়েল সরকার, সৈয়দপুর পৌর শাখার সভাপতি ঈসা মিঠু, সাধারণ সম্পাদক আশরাফুল হাসান মামুন তালুকদার, উপজেলা সাধারণ সম্পাদক আহসান হাবিব বিপ্লব প্রমুখ।

সুরক্ষাসামগ্রী বিতরণ
মদন (নেত্রকোনা) প্রতিনিধি : মদনে জেলা পরিষদের উদ্যোগে ইউএনওর কার্যালয়ের সামনে বুধবার করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। জেলা পরিষদ সদস্য আয়েশা আক্তারের নেতৃত্বে উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নের শ্রেণি পেশার ১ হাজার ২৯ জনের মাঝে সাবান, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, প্যানেল মেয়র শিরিন আক্তার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হেলাল উদ্দিন তালুকদার, সাবেক মেয়র আব্দুল হান্নান তালুকদার শামীম, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, শিক্ষক নেতা মো. রফিকুল ইসলাম খোকন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সমন্বয় সভা
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : হোসেনপুর উপজেলা পরিষদের উদ্যোগে মাসিক সমন্বয় সভা বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজের সঞ্চালনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল এর সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উপস্থতিতে সমন্বয় সভায় মাসিক কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন কবির, সহকারী কমিশনার (ভূমি) মো. আবুবক্কর সরকার, ওসি শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক প্রমুখ।

ঋণ বিতরণ
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : শাহজাদপুরে করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রণোদায় এসএমই ঋণ বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড উপজেলার ১৩ জনের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহার সভাপতিত্বে ঋণ বিতরণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। এছাড়া উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, কৃষি অফিসার আব্দুস সালাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহুরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সাহাবুর রহমান প্রমুখ। মোট উপজেলার ১৩ জন পল্লী উদ্যোক্তার মাঝে ৪% সুদে এ ঋণ বিতরণ করা হয়।

আখচাষি সম্মেলন
কাগজ প্রতিবেদক, নাটোর : নাটোরে আগাম আখ রোপণ, আখের অন্তর্বর্তীকালীন পরিচর্যা ও মাড়াই কলে আখ মাড়াই নিরুৎসাহিতকরণ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার নাটোর সুগার মিলস মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। নাটোর সুগার মিলসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু বক্করের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের উপসচিব মোস্তাাক আহমেদ। এছাড়া বক্তব্য রাখেন- জিএম (কৃষি) ফেরদৌসুল আলম, নাটোর আখচাষি সমিতির সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন সরকার, কেন্দ্রীয় আখচাষি সমিতির সহসভাপতি মোসলেম উদ্দিন প্রামাণিক, নাটোর সুগার মিলস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ আলী এবং সাধারণ সম্পাদক মনছুর রহমানসহ অন্যরা।

ত্রাণ বিতরণ
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নে বন্যাকবলিত দুস্থ ও অসহায় ২৫০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। গতকাল বুধবার খানপুর জেপি উচ্চ বিদ্যালয় মাঠে এই ত্রাণ সহায়তা বিতরণ করা হয়। জেলা প্রশাসকের কাছ থেকে প্রাপ্ত ত্রাণ সহায়তা বন্যাকবলিত দুস্থ ও অসহায় মানুষের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম আহম্মেদ, গড়গড়ি ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম, খানপুর জেপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, ইউনিয়ন আ.লীগের সভাপতি আনিসুর রহমান প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়