ওবায়দুল কাদের : ২১ আগস্ট মামলার আপিল শুনানি শুরু শিগগিরই

আগের সংবাদ

মহামারিতে মেগা প্রকল্পে স্থবিরতা

পরের সংবাদ

বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ১৫

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : লোহাগড়া উপজেলার রামেশ্বরপুর গ্রামে বিয়ের দাওয়াত না করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছেন। আহতদের লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে। গত মঙ্গলবার উপজেলার কাশিপুর ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার কাশিপুর ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাবু শেখ ও আজগর মোল্যার লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। গত কয়েক দিন আগে বাবু শেখের পক্ষের রানা শেখের বিয়ে হয়। এ বিয়েতে প্রতিপক্ষ আজগর মোল্যার লোকজনকে দাওয়াত না দেয়ায় ক্ষিপ্ত হয়। এরই জেরে গত মঙ্গলবার বিকালে আজগর মোল্যার লোকজন লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষ জামাল শেখের বাড়িতে হামলা চালিয়ে মারপিট করে আহত করে। লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়