ওবায়দুল কাদের : ২১ আগস্ট মামলার আপিল শুনানি শুরু শিগগিরই

আগের সংবাদ

মহামারিতে মেগা প্রকল্পে স্থবিরতা

পরের সংবাদ

পাথরঘাটায় একবারেই জালে উঠল ১৭০ মণ ইলিশ!

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

অমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা) থেকে : মাত্র একবার জাল নদীতে ফেলামাত্রই উঠেছে ১৭০ মণ ইলিশ। এতে আনন্দে উচ্ছ¡সিত ট্রলার মালিক জেলে ও মাঝিদের উপহার দিলেন স্বর্ণের চেইন। জানা গেছে, পাথরঘাটা উপজেলা ছাত্রলীগ সভাপতি ও মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক এনামুল হোসাইনের এফবি আল মদিনা ট্রলারটিতে এই মাছগুলো শিকার করে মঙ্গলবার তীরে ফিরে আসে। একবারে এত মাছ দেখে আনন্দে উচ্ছ¡সিত ট্রলার মালিক এনামুল জেলেমাঝি ইমরানকে মঙ্গলবার অর্ধ লাখ টাকা মূল্যের ১টি স্বর্ণের চেইন উপহার দেন। পাথরঘাটা পাইকারি মৎস্য বাজারে মঙ্গলবার ছোট-বড় সাইজ অনুযায়ী ইলিশগুলো ২১ হাজার থেকে ৫২ হাজার টাকা মণ দরে বিক্রি হতে দেখা যায়। জানা যায়, প্রায় ১৫ জন পাইকার মাছগুলো অর্ধকোটি টাকায় কিনে নেন। জেলে ইমরান জানায়, গত শনিবার পাথরঘাটা থেকে ট্রলারের যাবতীয় রসদ নিয়ে তারা সমুদ্র যাত্রা করেন। বঙ্গোপসাগরের মৌডুবি বয়া থেকে অনেক গভীর এলাকায় জাল ফেলে এই পরিমাণ ইলিশ মাছ ধরতে সক্ষম হন তারা। এনামুল জানান, আমার জাল তিন কিলোমিটার লম্বা এবং ৩০ হাত খাড়া হওয়ায় অনেক গভীরে যেতে পারে এবং অনেক দূর বিস্তৃত হলে ইলিশ মাছ বেশি ধরা পড়ে। উপকূলের জেলেপল্লীতে যখন চলছিল চরম ইলিশ সংকট, ঠিক তখনই বরগুনার পাথরঘাটায় এফবি আল মদিনা নামক একটি ইলিশ ধরা ট্রলার জানাল এমন চাঞ্চল্যকর খবর। এফবি সাইফ-২ নামক অপর একটি মাছধরা ট্রলারও প্রায় ৫ সপ্তাহ আগে ২৭ মণ ইলিশ শিকার করে ৮৭ লাখ টাকা বিক্রি করেছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়