ওবায়দুল কাদের : ২১ আগস্ট মামলার আপিল শুনানি শুরু শিগগিরই

আগের সংবাদ

মহামারিতে মেগা প্রকল্পে স্থবিরতা

পরের সংবাদ

অবৈধ জাল দিয়ে অবাধে মাছ নিধন

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

শেরপুর (বগুড়া) থেকে : বগুড়ার শেরপুর উপজেলায় নদী ও খাল-বিলে অবৈধ সুতি ও চায়না জাল দিয়ে অবাধে মাছ নিধন চলছে। এতে দেশীয় মাছের সংকট দেখা দেয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জানা গেছে, উপজেলার দুটি নদী (বাঙালি ও করতোয়া) ছাড়াও সরকারি-বেসরকারি অর্ধশতাধিক বিল ও খালে বর্ষা মৌসুমে অবৈধ জাল দিয়ে মাছ ধরার উৎসব শুরু হয়েছে। উপজেলার গাড়ীদহ, খামারকান্দি, খানপুর, সুঘাট, সীমাবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অধিক মাছের লোভে মৎস্য শিকারিরা এ ধরনের জাল ব্যবহার করছে। ফলে বিভিন্ন প্রজাতির মাছের ছোট আকারের পোনাও ধরা পড়ছে। পরে তা বিক্রি করা হচ্ছে উপজেলার বিভিন্ন হাট-বাজারে। এতে করে নদী ও খাল বিলে দেশীয় মাছের সংকট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উপজেলার বিনোদপুর গ্রামের বাবুল আক্তার জানান, এসব জালের ব্যবহার বন্ধে উপজেলা মৎস্য কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছি। তারপরও কোনো লাভ হয়নি। এখনো অবৈধ জালের ব্যবহার হচ্ছেই। এ ব্যাপারে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, অবৈধ জাল দিয়ে মাছ ধরা বন্ধে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে। শিগগিরই এসব জাল দিয়ে মাছ ধরা বন্ধে অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়