মানুষের কল্যাণ করার জন্যই আল্লাহ বাঁচিয়ে রেখেছেন : সাক্ষাৎকারে শেখ হাসিনা

আগের সংবাদ

প্রশাসনের উচ্চপর্যায়ে বিভাজন! মাঠ প্রশাসনকে কেন্দ্রের বিশেষ নির্দেশনা : জানালেন মন্ত্রিপরিষদ সচিব

পরের সংবাদ

শোক সংবাদ : আবদুর রহিম সরকার

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি : হোমনা উপজেলা যুবদলের আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রহিম সরকার মারা গেছেন। গত শনিবার রাত আড়াইটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার শ্রীমদ্দি গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রবিবার দুপুর ২টার দিকে নিজ বাড়িতে জানাজা শেষে তাকে চরেরগাঁ কবরস্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, হোমনা পৌর বিএনপির সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক ছানাউল্লাহ সরকার শোক প্রকাশ করেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
জানা গেছে, চলতি মাসের শুরুতে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। গত এক সপ্তাহ আগে তিনি করোনা ভাইরাস থেকে সুস্থ হন। পরে নাকের মাংস বৃদ্ধির জন্য অপারেশন করা হয়। এ জন্য তাকে অজ্ঞান করা হলে আর আর জ্ঞান ফেরেনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়