মানুষের কল্যাণ করার জন্যই আল্লাহ বাঁচিয়ে রেখেছেন : সাক্ষাৎকারে শেখ হাসিনা

আগের সংবাদ

প্রশাসনের উচ্চপর্যায়ে বিভাজন! মাঠ প্রশাসনকে কেন্দ্রের বিশেষ নির্দেশনা : জানালেন মন্ত্রিপরিষদ সচিব

পরের সংবাদ

ভারতে ফ্লাইট চালাতে আরো অপেক্ষা

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : করোনা ভাইরাস মহামারির মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় ভারতে ফ্লাইট চালুর কথা উঠলেও এ ব্যাপারে এখনো কোনো এয়ারলাইন্সকে অনুমতি দেয়া হয়নি। তবে সব এয়ারলাইন্সকে ফ্লাইট চালানোর প্রস্তুতি রাখতে বলেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচক চেয়ারম্যান মফিদুর রহমান গতকাল রবিবার গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ থেকে ফ্লাইট চালুর ব্যাপারে ভারত এরই মধ্যে আগ্রহ প্রকাশ করে আমাদের চিঠি দিয়েছে। আমরাও আগ্রহ প্রকাশ করে করোনা ভাইরাস মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনাসহ কিছু শর্তের কথা জানিয়েছি। তারা এখনো সেই বিষয়ে কিছু জানায়নি। আশা করছি দুই দেশ শর্ত সাপেক্ষে ফ্লাইট পরিচালনাসহ সার্বিক বিষয়ে একমত হলে সহসাই বাংলাদেশ থেকে ভারতে ফ্লাইট পরিচালনা করা যাবে।
এক প্রশ্নে তিনি বলেন, বেবিচক এখনো কোনো এয়ারলাইন্সকে ভারতে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি, এমনকি ফ্লাইট চালু কবে হচ্ছে সেটাও জানায়নি। তবে এয়ারলাইন্সগুলোকে বলা হয়েছে, তারা যেন ভারতে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিয়ে রাখে। যে এয়ারলাইন্স অনুমতি পাওয়ার আগেই ফ্লাইট সিডিউল ঘোষণা করেছে, তারা ঠিক করেনি।
এয়ার বাবল চুক্তির আওতায় গত শুক্রবার থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল শুরু হবে বলে গত ১৭ আগস্ট পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান। পরদিন রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এয়ার বাবল চুক্তির আওতায় রবিবার থেকে ঢাকা-দিল্লি রুটে রবি ও বুধবার তারা ফ্লাইট পরিচালনা করবে। পাশাপাশি ঢাকা-কলকাতা রুটে তারা সপ্তাহে তিন দিন রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করবে।
তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, বাংলাদেশ থেকে ভারতে বিমানের যে ফ্লাইট পরিচালনার কথা ছিল তা বাতিল হয়েছে। এই তথ্য বিমান বৃহস্পতিবার থেকেই যাত্রীদের জানিয়ে দিচ্ছে। যারা এরই মধ্যে টিকেট কেটেছেন তারা পরবর্তী ফ্লাইট চালুর পর তাতে যেতে পারবেন। তাছাড়া কেউ টিকেট বদল বা রিফান্ড করতে চাইলে কোনো ফি ছাড়াই সেটা করতে পারবেন।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, বেবিচকের অনুমতি পেলেই আমরা ভরতে ফ্লাইট পরিচালনা করা শুরু করব। এরই মধ্যে আমরা আমাদের কলকাতা ও চেন্নাই স্টেশনে বিষয়টি জানিয়ে রেখেছি।
করোনা ভাইরাস মহামারির মধ্যে গত বছর অক্টোবরে ভারতের সঙ্গে এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশ থেকে ফ্লাইট চালু হয়েছিল। এরপর চলতি বছরের এপ্রিলে মহামারির কারণে ভারতে বিপর্যস্ত অবস্থার কারণে বিশেষ ব্যবস্থার ওই বিমান চলাচল বন্ধ হয়ে যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়