মানুষের কল্যাণ করার জন্যই আল্লাহ বাঁচিয়ে রেখেছেন : সাক্ষাৎকারে শেখ হাসিনা

আগের সংবাদ

প্রশাসনের উচ্চপর্যায়ে বিভাজন! মাঠ প্রশাসনকে কেন্দ্রের বিশেষ নির্দেশনা : জানালেন মন্ত্রিপরিষদ সচিব

পরের সংবাদ

পাহাড় কেটে স্থাপনা নির্মাণ, ২ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : প্রতি বছর বর্ষা মৌসুমে চট্টগ্রামে পাহাড়ধসে প্রাণহানি ঘটলেও পাহাড় কাটা বন্ধ হয়নি। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় পাহাড় কেটে বসতি গড়ে উঠেছে। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস বন্ধ হয়নি। দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা পাহাড় কেটে বসতি স্থাপন করলেও প্রশাসনের এ বিষয়ে তেমন নজর নেই। পাহাড় কাটা বন্ধে মাঝে মধ্যে অভিযান চালায় প্রশাসন।
অনেকদিন পর হলেও পাহাড় কেটে পরিবেশ নষ্ট করার অভিযোগে ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল রবিবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী শুনানি শেষে এ জরিমানা করেন। পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রামের মতিঝর্ণা লালখান বাজার এলাকায় পাহাড় কাটার দায়ে রহিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের মালিক মো. আব্দুর রহিমকে ৪০ হাজার টাকা, রঘু দাশগুপ্তকে ২০ হাজার, সর্বসাং দাশগুপ্তকে ২০ হাজার টাকা, বায়েজিদ থানার রিদোয়ান হোসেনকে ৪৫ হাজার টাকা এবং পাঁচলাইশ থানার মো. সামশুল হুদাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। আগামী সাত দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়