মানুষের কল্যাণ করার জন্যই আল্লাহ বাঁচিয়ে রেখেছেন : সাক্ষাৎকারে শেখ হাসিনা

আগের সংবাদ

প্রশাসনের উচ্চপর্যায়ে বিভাজন! মাঠ প্রশাসনকে কেন্দ্রের বিশেষ নির্দেশনা : জানালেন মন্ত্রিপরিষদ সচিব

পরের সংবাদ

নাট্য ব্যক্তিত্ব মনোয়ার হোসেন মারা গেছেন

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, রংপুর : রংপুরের প্রবীণ নাট্য ব্যক্তিত্ব ও ভাষা সংগ্রামী মনোয়ার হোসেন বার্ধক্যজনিত কারণে গত শনিবার সন্ধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। এর আগে দুপুরে অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেয়া হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল রবিবার দুপুর সোয়া ১টায় সাতগাড়া মিস্ত্রিপাড়া জামে মসজিদে প্রথম ও দুপুর ২টায় কেরামতিয়া জামে মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা শেষে মুন্সীপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
মনোয়ার হোসেন নাটকপাড়ায় ৬৫ বছরে প্রায় দেড়শ নাটকে অভিনয় করেন ও অনেক নাটকে নির্দেশনা দিয়েছেন। তার কর্মের স্বীকৃতিস্বরূপ অন্তত অর্ধশত সংগঠন, সংস্থা ও প্রতিষ্ঠান থেকে সংবর্ধিত হওয়ার পাশাপাশি সম্মাননা স্মারক ও পুরস্কার পেয়েছেন।
সর্বশেষ তিনি গুণী নাট্যকার, অভিনেতা ও সংগঠক হিসেবে রংপুর জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননায় ভূষিত হন। মনোয়ার হোসেন এ বছর বঙ্গবন্ধুর কারাজীবন নিয়ে লেখা ‘২৮৮ দিন’ নাটকে অভিনয় করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়