অভিনন্দন জানাল প্রজ্ঞা : রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কারের অযোগ্য তামাক কোম্পানি

আগের সংবাদ

স্বাস্থ্যবিধি গায়েব, তদারকি নেই : গণপরিবহন, দোকান, কাঁচাবাজার, বিনোদন কেন্দ্রে চলাচল স্বাভাবিক

পরের সংবাদ

মৃত্যুবার্ষিকী : খাজা সেলিমা খাতুন

প্রকাশিত: আগস্ট ২২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষাবিদ, সমাজসেবী ও রাজনীতিবিদ বেগম খাজা সেলিমা খাতুনের আজ রবিবার ৩৩তম মৃত্যুবার্ষিকী। ১৯৮৮ সালের ২২ আগস্ট রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দিবসটি উপলক্ষে আজ ঢাকা ও যশোরে ধর্মীয় ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
খাজা সেলিমা খাতুন ‘মিনা আপা’ নামেই সর্বাধিক পরিচিত ছিলেন। যশোর পৌরসভার কমিশনার খাজা সেলিমা খাতুন ১৯৮০ সালে প্রকাশিত সাপ্তাহিক ‘বহ্নি’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং ১৯৭০ সালে প্রকাশিত সাপ্তাহিক ‘মাতৃভূমি’ পত্রিকারও প্রকাশক ছিলেন তিনি। মুক্তিযুদ্ধকালে পাক হানাদার বাহিনী তার নামে উচ্চমূল্যের হুলিয়া জারি করে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি অসংখ্য সমাজকল্যাণ ও নারী জাগরণমূলক প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্বে ছিলেন। জাতীয় অর্থনীতিক ম্যাগাজিন ‘অর্থকথা’ -এর সম্পাদক-প্রকাশক, মাদার ল্যান্ড গ্রুপের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ রানা মুস্তফীর মা তিনি। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়