অভিনন্দন জানাল প্রজ্ঞা : রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কারের অযোগ্য তামাক কোম্পানি

আগের সংবাদ

স্বাস্থ্যবিধি গায়েব, তদারকি নেই : গণপরিবহন, দোকান, কাঁচাবাজার, বিনোদন কেন্দ্রে চলাচল স্বাভাবিক

পরের সংবাদ

অসহায় মানুষের জন্য জনতা ব্যাংকের খাদ্য সহায়তা

প্রকাশিত: আগস্ট ২২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : বিশ্বব্যাপী করোনা মহামারি দুর্যোগকালে দুস্থ-অসহায় ও কর্মহীন মানুষকে ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছে জনতা ব্যাংক। গত বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম এরিয়া অফিসের উদ্যোগে ত্রাণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন জনতা ব্যাংক চট্টগ্রাম বিভাগের জেনারেল ম্যানেজার কামরুল আহছান। নগরীর টেরীবাজার শাখায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার শ্যামল বিশ্বাস।
ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে কামরুল আহছান সমাজের অবস্থাসম্পন্ন ধনী ব্যক্তিদের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে করোনা সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে করোনা ভ্যাকসিন গ্রহণের কথা জানান কামরুল আহছান।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সমাজসেবক ও প্রাক্তন ব্যাংকার পংকজ বোস, জনতা ব্যাংক টেরীবাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মঈনুদ্দিন, জনতা ব্যাংক এরিয়া অফিসের পিও এস এম নাসিরুদ্দিন ও সাংবাদিক প্রীতম দাশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়