অক্সিজেন ঘাটতি নিয়ে রওশন এরশাদ আইসিইউতে

আগের সংবাদ

এবার লক্ষ্য কূটনৈতিক জয় : তালেবানের ওপর বাড়ছে আন্তর্জাতিক চাপ >> চ্যালেঞ্জের মুখে ভারত

পরের সংবাদ

টেলিযোগাযোগ আইন মামলায় জামিন পেলেন হেলেনা

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটি থেকে বহিষ্কৃত সদস্য জয়যাত্রা টেলিভিশনের পরিচালক হেলেনা জাহাঙ্গীরকে পল্লবী থানায় দায়ের করা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের আদালত এ জামিন আদেশ দেন। তবে আরো তিনটি মামলায় গ্রেপ্তার থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না হেলেনা জাহাঙ্গীর।
জামিন শেষে হেলেনা জাহাঙ্গীরের আইনজীবী ভোরের কাগজকে বলেন, জয়যাত্রা টেলিভিশন স্থাপন নিয়ে পল্লবী থানায় আসামি হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছিল। এ আইনের ৭৭ ধারায় লেখা আছে, আইনে যাহা কিছুই থাকুক না কেন এটা আমলযোগ্য। এছাড়া এ আইনের সব ধারা জামিনযোগ্য। তাই এ আইনের মামলায় আসামির জামিনের অধিকার রয়েছে। তার জামিন কারো দয়া নয়। এ কারণে শুনানি শেষে আদালত আসামি হেলেনা জাহাঙ্গীরের জামিন মঞ্জুর করেছেন।
বাকি তিন মামলার বিষয়ে তিনি বলেন, আসামির বিরুদ্ধে আরো তিনটি মামলা রয়েছে। মামলাগুলোর মেরিট অত্যন্ত ভালো এবং আসামির পক্ষে। যথাযথভাবে জামিন শুনানি হলে বাকি মামলাগুলোতেও আসামি আইনগতভাবে জামিন পাওয়ার অধিকারী হবেন বলে আশা করছি।
এর আগে ২৯ জুলাই রাত ১২টার দিকে গুলশানের ৩৬ নম্বর রোডের ৫ নম্বর বাসায় দীর্ঘ প্রায় ৪ ঘণ্টা অভিযান শেষে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র‌্যাব। এ সময় তার বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, চাকু, বৈদেশিক মুদ্রা, ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়া উদ্ধার করা হয়।
এ ঘটনায় হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে পল্লবী থানায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন এবং গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক তিনটি মামলা দায়ের করে র‌্যাব। এছাড়া পল্লবী থানায় তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন এক ব্যক্তি।
এর মধ্যে ৩০ জুলাই ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। রিমান্ড শেষে গত ৩ আগস্ট টেলিযোগাযোগ আইনে চারদিন, প্রতারণার মামলায় চারদিন, বিশেষ ক্ষমতা আইনে তিনদিন এবং ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আর তিনদিনসহ মোট ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। চার মামলায় ১৪ দিনের রিমান্ড শেষে আজ বুধবার হেলেনা জাহাঙ্গীরকে আদালতে হাজির করা হবে। হাজির করার পর তার জামিন চেয়ে শুনানির আবেদন করবেন বলে তার আইনজীবী শফিকুল ইসলাম ভোরের কাগজকে জানান।
এছাড়া হেলেনার বিরুদ্ধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলাটি তদন্ত করে আগামী ২৬ সেপ্টেম্বর দাখিলসহ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা ১২ সেপ্টেম্বর, মাদকদ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলাটির প্রতিবেদন ১৩ সেপ্টেম্বর দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়