অক্সিজেন ঘাটতি নিয়ে রওশন এরশাদ আইসিইউতে

আগের সংবাদ

এবার লক্ষ্য কূটনৈতিক জয় : তালেবানের ওপর বাড়ছে আন্তর্জাতিক চাপ >> চ্যালেঞ্জের মুখে ভারত

পরের সংবাদ

গাইবান্ধায় মাদক মামলায় একজনের ফাঁসির আদেশ

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় ৪৫০ গ্রাম হেরোইন পরিবহনের দায়ে বাস সুপার ভাইজার পারভেজকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানার আদেশ দেয়া হয়েছে। গাইবান্ধার সিনিয়র জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক গতকাল বেলা ১১টায় এ রায় দেন। মামলায় অপর তিন আসামিকে খালাস দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত বাসের সুপার ভাইজার পারভেজ বগুড়া সদর থানার ধরমপুর এলাকার শামিম আলমের ছেলে। মামলা ও রায়ের বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১ নভেম্বর র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ডিএডি মো. জাহিদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ দিনাজপুর জেলার ঘোড়াঘাট বাজার এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযানে যান। র‌্যাব সদস্যরা বেলা ১১টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা বাজার এলাকায় অবস্থান নেন। সেখানে গোবিন্দগঞ্জ থেকে আসা দিনাজপুরের হিলিগামী ‘সাম্য রাজা-১’ নামে একটি মিনিবাসকে সংকেত দিয়ে থামান র‌্যাব সদস্যরা। তারা মিনিবাসের পেছনের মাঝখানের দুই সিটে বাসের সুপারভাইজার মো. পারভেজ ও চেন মাস্টার মো. আফাজ উদ্দিনকে তল্লাশি করেন। এ সময় র‌্যাব সদস্যরা বাসের সুপারভাইজার মো. পারভেজের হাতে থাকা ৫টি পলিথিনে মোড়ানো ৪৫০ গ্রাম হেরোইন উদ্ধার করেন এবং মো. পারভেজ ও মো. আফাজউদ্দিনকে গ্রেপ্তার করেন। তাদের জিজ্ঞাসাবাদে উদ্ধার করা হেরোইন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীপতিপুর সোনারপাড়া এলাকার আবুল হোসেন সোনার ছেলে মো. দুদু মিয়ার কাছ থেকে একই উপজেলার বাগদা (পলুপাড়া) এলাকার মো. উকিলের ছেলে মো. সাইদুল ইসলামের কাছে নিয়ে যাচ্ছিল বলে র‌্যাবকে জানায়। এ ঘটনায় র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ডিএডি মো. জাহিদ হোসেন বাদী হয়ে বাসের সুপারভাইজার মো. পারভেজ, চেন মাস্টার মো. আফাজ উদ্দিন, মো. দুদু মিয়া ও মো. সাইদুল ইসলামকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ১(খ)/২৫ ধারায় মামলা করেন। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর গোবিন্দগঞ্জ থানা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতে মামলাটির সাক্ষ্য-প্রমাণ গ্রহণ করেন। বাদী ও বিবাদী পক্ষে যুক্তিতর্ক শেষে গতকাল মঙ্গলবার গাইবান্ধার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত আসামি বাস সুপারভাইজার পারভেজকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানার আদেশ দেন। এছাড়া মামলার অপরাপর আসামি চেন মাস্টার মো. আফাজ উদ্দিন, মো. দুদু মিয়া ও মো. সাইদুল ইসলামকে নির্দোষ হিসেবে মামলা থেকে বেকসুর খালাস দেন। বাদীপক্ষের মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর মো. ফারুক আহম্মেদ প্রিন্স। আসামিপক্ষে এড. আবু আলা মো. সিদ্দিকুল ইসলাম রিপু, আহসানুল করিম লাছু, মোকছেদুর রহমান, সিরাজুল ইসলাম বাবু, মুরাদ জামান রাব্বানী। পাবলিক প্রসিকিউটর মো. ফারুক আহম্মেদ প্রিন্স এ মামলায় সন্তোষ প্রকাশ করে বলেন, আসামি পারভেজের সর্বোচ্চ শাস্তি দেখে আর কেউ মাদকসংক্রান্ত ঘৃণিত কাজে সম্পৃক্ত হবে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়