বিজিএমইএ : সব স্থলবন্দর দিয়ে ইয়ার্ন আমদানির সুযোগ দাবি

আগের সংবাদ

করের আওতায় আসছেন ব্যাংকের কার্ডধারীরা!

পরের সংবাদ

ডেঙ্গু রোধে চসিক : মশার নতুন ওষুধ ‘মসকুবা’ ছিটানো কর্মসূচি শুরু

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : নতুন কেনা মশা নিধনের ওষুধ ‘মসকুবা’ ছিটানোর মধ্যে দিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনা সৃষ্টির লক্ষ্যে ৪১টি ওয়ার্ডে মাসব্যাপী ডোর টু ডোর ক্যাম্পেইন শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সিটি মেয়র রেজাউল করিমের অনুরোধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ও কীটতত্ত্ববিদ গবেষণা চালিয়ে মশা নিধনে ব্যবহৃত চসিকের ওষুধ অকার্যকর বলে প্রতিবেদন জমা দেয়। মেয়রের বিশেষ উদ্যোগে গবেষণা দলের সুপারিশ করা নতুন এই মশার ওষুধ কেনা হয়েছে।
গতকাল সোমবার সকালে ৪নং চান্দগাঁও ওয়ার্ডের আবাসিক এলাকার বি-ব্লকের ১১নং সড়কে প্রধান অতিথি হিসেবে নতুন ওষুধ ছিটানো কার্যক্রম জুম অ্যাপের মাধ্যমে উদ্বোধন করেন মেয়র রেজাউল করিম। এসময় তিনি বলেন, করোনা মহামারি, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ এখন জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। যদিও চট্টগ্রাম এখনো ডেঙ্গু তেমন তীব্র আকার ধারণ করেনি। তবুও আমরা আগে ভাগে ডেঙ্গুর প্রকোপ যাতে না বাড়ে সে ব্যবস্থা নিতে মাঠে নেমে পড়েছি। নগরীর ৪১টি ওয়ার্ডে আমাদের ১৫০০ আরবান কমিউনিটি ভলান্টিয়াররা ডেঙ্গু মোকাবিলায় ডোর টু ডোর ক্যাম্পেইনে নগরবাসীকে সচেতন করতে কার্যক্রম চালাবে। এ কার্যক্রমে নিয়োজিত থাকবে চসিকের পরিচ্ছন্ন সেবক ও কর্মীরা। সার্বিক কার্যক্রম তদারকির জন্য চসিকের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে। কমিটির তিন সদস্য হলেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, কাউন্সিলর মো. মোবারক আলী, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মো. মোরশেদুল আলম চৌধুরী।

মেয়র বলেন, আমরা কার্যকর মশার ওষুধ কিনতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কীটতত্ত্ববিদ ও কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ ও যাচাই-বাছাই করে নতুন ওষুধ কিনেছি। এখন নগরবাসীকেও চসিকের পাশাপাশি সচেতন হতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, ডাবের খোসা, ব্যাটারি সেল, নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি তিনদিন পর পর ফেলে দিতে হবে। ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারণে পাত্রটি পরিষ্কার করতে হবে। অব্যবহৃত পাত্র উল্টে রাখতে হবে যাতে পানি না জমে। এ নির্দেশনা পালনে কোনো অবহেলা করা হলে চসিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট বাড়ি বা আবাসিক গৃহের মালিককে জরিমানার সম্মুখীন হতে হবে।
চসিক কাউন্সিলর মো. এসরারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, বর্জ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর মোবারক আলী, আশরাফুল আলম, কাজী নুরুল আমীন মামুন, চসিক সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, জোন প্রধান আফিয়া আক্তার, স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস, উপপ্রধান পরিছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, ইপসার পক্ষে সানজিদা আকতার, ওয়ার্ল্ড ভিশনের রবার্ট কমল সরকার প্রমুখ। পরে মেয়র বি-ব্লকের নালা-নর্দমায় নতুন মশার ওষুধ ছিটিয়ে মাসব্যাপী ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ সময় ময়লা পরিষ্কার কাজে ব্যবহারের জন্য ওয়ার্ল্ড ভিশনের ছয়টি থ্রি হুইল ভ্যান মেয়র রেজাউল করিমের কাছে হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়